আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, রাজধানী ঢাকার বায়ুদূষণ খুবই বাজে অবস্থা, বিপজ্জনক অবস্থা। এটা অত্যন্ত লজ্জার বিষয়। এই দূষণ মনুষ্যসৃষ্ট।

আজ মঙ্গলবার রাজধানীর মৎস্য ভবন মোড়ে 'নিরাপদ সড়ক চাই' রোড শোতে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এই জনসচেতনতামূলক কর্মসূচি আয়োজন করে।

ঢাকার দুই মেয়র এবং পরিবেশ মন্ত্রণালয়কে দ্রুত পদক্ষেপ নিতে অনুরোধ করে ওবায়দুল কাদের আরও বলেন, রাস্তায় প্রতিদিনই পানি দেওয়া দরকার। এ দায়িত্ব সিটি করপোরেশনের।

তিনি আরও বলেন, আশপাশের ইটভাটাগুলোর বিষয়ে ব্যবস্থা নেওয়া প্রয়োজন। পরিবেশ মন্ত্রণালয়ের শুধু সনদ দিলে চলবে না, দূষণের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।

সড়ক পরিবহনমন্ত্রী বলেন, যেখানে সেখানে হর্ন বাজছে। মানুষ সিগারেট ফুঁকছে। এগুলো বন্ধ করতে হবে। উন্নয়নের সঙ্গে সড়কে শৃঙ্খলাও থাকতে হবে।

মেট্রোরেলের পিলারে পোস্টার লাগিয়ে দূষণ সৃষ্টি করলে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলেও এ সময় হুঁশিয়ারি দেন তিনি।