- রাজনীতি
- বাম জোটের 'জাগরণ যাত্রা' ২৫-২৮ ফেব্রুয়ারি
বাম জোটের 'জাগরণ যাত্রা' ২৫-২৮ ফেব্রুয়ারি

বাম গণতান্ত্রিক জোট আগামী ২৫-২৮ ফেব্রুয়ারি ঢাকা থেকে পঞ্চগড় এবং ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত 'জাগরণ যাত্রা' কর্মসূচি পালন করবে। সরকারের পদত্যাগ, সংসদ ভেঙে দিয়ে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন এবং সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি চালুসহ নির্বাচনব্যবস্থার আমূল সংস্কারের দাবিতে এই কর্মসূচি পালিত হবে।
গতকাল বৃহস্পতিবার রাজধানীর তোপখানা রোডের বাসদ কার্যালয়ে বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সভা থেকে এই কর্মসূচি ঘোষণা করা হয়। এ সময় বিদ্যুতের দাম পুনরায় বৃদ্ধি, প্রতি মাসে গ্যাস-বিদ্যুতের দাম সমন্বয়ের সরকারি ঘোষণা এবং চাল, ডালসহ নিত্যপণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে আগামী ১৩ ফেব্রুয়ারি সারাদেশে বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়।বাম জোটের সমন্বয়ক ও বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, সহকারী সাধারণ সম্পাদক মিহির ঘোষ, বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবীর জাহিদ, সম্পাদকমণ্ডলীর সদস্য অধ্যাপক আব্দুস সাত্তার, বাসদের সহকারী সাধারণ সম্পাদক রাজেকুজ্জামান রতন, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, বাসদের (মার্কসবাদী) সমন্বয়ক মাসুদ রানা এবং সমাজতান্ত্রিক আন্দোলনের নির্বাহী সভাপতি আব্দুল আলী।
সভায় অবিলম্বে বিদ্যুৎ-গ্যাস, চাল-ডালসহ নিত্যপণ্যের বর্ধিত মূল্য প্রত্যাহার এবং জনগণের ক্রয়সীমায় রাখার দাবি জানানো হয়। এতে বলা হয়, জনগণের গণতন্ত্র, ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠা করতে হলে বর্তমান আওয়ামী দুঃশাসনের উচ্ছেদ করতে হবে। বাম গণতান্ত্রিক বিকল্প রাজনৈতিক শক্তির উত্থান ঘটিয়ে শোষণমূলক পুঁজিবাদী ব্যবস্থার আমূল পরিবর্তন ঘটাতে হবে। এই লক্ষ্যে সব বাম গণতান্ত্রিক রাজনৈতিক দল, ব্যক্তি ও গোষ্ঠীকে যার যার অবস্থান থেকে গণআন্দোলন গড়ে তুলতে হবে।
মন্তব্য করুন