- রাজনীতি
- লেখালেখির মাধ্যমে সঠিক ইতিহাস তুলে ধরতে হবে: মেয়র তাপস
লেখালেখির মাধ্যমে সঠিক ইতিহাস তুলে ধরতে হবে: মেয়র তাপস

‘ইতিহাসের রাখাল রাজা’ গ্রন্থ তুলে দেওয়া হয় মেয়রের হাতে
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপস বলেন, লেখালেখির মাধ্যমে সঠিক ইতিহাস জনগণের সামনে তুলে ধরতে হবে। ইতিহাস মুছে ফেলা যায় না। মুক্তিযুদ্ধের আসল ইতিহাস নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে হবে।
বৃহস্পতিবার সন্ধ্যায় ডিএনসিসি কার্যালয়ে ঢাকা মহানগর বঙ্গবন্ধু পরিষদের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। এ সময় ঢাকা মহানগর বঙ্গবন্ধু পরিষদ প্রকাশিত রাষ্ট্রনায়ক হিসেবে বঙ্গবন্ধুর ১০০টি কার্যক্রম সম্বলিত প্রকাশিত স্মারক গ্রন্থ ‘ইতিহাসের রাখাল রাজা’ মেয়রের হাতে তুলে দেওয়া হয়। তিনি গ্রন্থটির ভূয়সী প্রশংসা করেন।
মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপসের সঙ্গে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মোহাম্মদ আলাউদ্দিন, সাধারণ সম্পাদক সরদার মাহামুদ হাসান রুবেল, সহসভাপতি এম. মনসুর আলী, ড. তপন সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক এস এম ওয়াহিদুজ্জামান (মিন্টু), নির্মল বিশ্বাস এবং আফসা আহমেদ সানু, লায়ন মোহাম্মদ আহসান উল্লাহ, আবদুল্লাহ আল আমিন রঞ্জন, মো. আজিবুর রহমান রাজিব, মো. হাসানুজ্জামান খান, নীতিশ সরকার, মো. লিয়ার হোসেন, মো. ওহিদুর রহমান, শাহজাহান মোহম্মদ আলিউজ্জাম, মো. রিয়াজুল ইসলাম শাওন প্রমুখ।
মন্তব্য করুন