দলীয় সিদ্ধান্ত অমান্য করে পিরোজপুরের নাজিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে হিরুয়ার রহমান মোল্লা প্রার্থী হওয়ায় তাঁকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে বিএনপি।

জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন ও সদস্য সচিব গাজী ওহিদুজ্জামান লাভলু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

হিরুয়ার রহমান মোল্লাকে দেওয়া বিএনপির শোকজ নোটিশটি মঙ্গলবার দুপুরে স্থানীয়ভাবে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।

জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন জানান, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সিদ্ধান্ত অনুযায়ী আওয়ামী লীগের অধীনে আর কোনো নির্বাচনে বিএনপি অংশ নেবে না। কিন্তু উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হিরুয়ার রহমান মোল্লা দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। তাই দলীয় হাইকমান্ডের নির্দেশে গতকাল সোমবার রাতে তাঁকে শোকজ নোটিশ দেওয়া হয়েছে। একই সঙ্গে দলের নেতাকর্মীর কেউ ওই নির্বাচনের প্রচারণায় অংশগ্রহণ করলে তাকে বহিষ্কার করা হবে বলেও সতর্ক করা হয়েছে।

এ বিষয়ে জানতে হিরুয়ার রহমান মোল্লার ব্যক্তিগত মোবাইল নম্বরে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি। এমনকি তার মোবাইলে ম্যাসেজ দিলেও কোনো সাড়া পাওয়া যায়নি।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, গত ১ নভেম্বর নাজিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মাস্টার অমূল্য রঞ্জন হালদারের মৃত্যু হয়। শূন্য পদে আগামী ১৬ মার্চ নির্বাচন অনুষ্ঠিত হবে।

এ নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জেলা নির্বাচন কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন হিরুয়ার রহমান মোল্লা। মনোনয়ন প্রত্যাহারের তারিখ আগামী ২৭ ফেব্রুয়ারি। ৯টি ইউনিয়ন নিয়ে গঠিত এ উপজেলায় ভোটারের সংখ্যা ১ লাখ ৫৫ হাজার ৭৮ জন। ইভিএমের মাধ্যমে ৫৯টি কেন্দ্রে ভোট গ্রহণ হবে।