বিদায়ী রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি।

বৃহস্পতিবার সন্ধ্যায় গণভবনে গিয়ে রাষ্ট্রপতির সঙ্গে এই সৌজন্য সাক্ষাৎ করেন রাশেদ খান মেনন। এ সময় মেননের সঙ্গে তাঁর সহধর্মিণী ও নারী ঐক্য পরিষদের সভাপতি লুৎফুন নেসা খান এমপি উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে রাশেদ খান মেনন রাষ্ট্রপতি ছাড়াও সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার হিসেবে দায়িত্ব পালনকালে মো. আবদুল হামিদের ভূমিকা ও অবদানের ভূয়সী প্রশংসা করেন এবং কৃতজ্ঞতা জানান।

মেনন আশা প্রকাশ করেন, অবসরকালেও আবদুল হামিদ জাতিকে প্রয়োজনীয় দিক-নির্দেশনা দিয়ে যাবেন। তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘজীবন কামনা করেন মেনন।