ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ডা. সরকার মাহমুদ আহমেদ শামীম বলেন, ‘বর্তমানে দেশ এক ক্রান্তিকাল অতিক্রম করছে। দেশে গণতন্ত্র নেই, ভোটাধিকার নেই, মানুষের বাক স্বাধীনতাও নেই। আন্দোলনের মাধ্যমে এ অবস্থা থেকে দেশকে মুক্ত করতে হবে। এই জন্য ঐক্যবদ্ধ থাকা দরকার। আমার একটাই লক্ষ্য, দলের জন্য কাজ করা।’

আজ শনিবার ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহা-সচিব ও ঢাকা মহানগর উত্তর ড্যাবের সভাপতি ডা. শামীম চাঁদপুরের মতলবে জেলা বিএনপির পথযাত্রা কর্মসূচিতে অংশগ্রহণ শেষে এসব কথা বলেন।

তিনি আরও বলেন, রাজনীতিতে বড় দলগুলোতে গ্রুপিং থাকবে। এটাকে ইতিবাচক হিসেবে দেখতে হবে। এতে নেতৃত্বের প্রতিযোগিতা বাড়ে। বিএনপি নেতা নুরুল হুদা আমার বাবার বন্ধু ছিলেন। তার ছেলে তানভীর হুদার সঙ্গে আমার বড়ভাই-ছোটভাই সম্পর্ক। এছাড়া স্থানীয় বিএনপি নেতা ড. জালালের সঙ্গেও আমার সম্পর্ক খুবই ভালো। তিনি দলের স্বার্থ বোঝেন। আমি বিশ্বাস করি রাজনীতি করতে হবে, দেশের মানুষের অধিকার আদায় ছিনিয়ে আনতে হবে।’

ডা. শামীম আরও জানান, পদযাত্রায় যোগ দিতে মিছিল নিয়ে আসার পথে তাদের ওপর হামলা করা হয়। এতে ৫ জন নেতাকর্মী আহত হয়েছেন। তবু নেতাকর্মীর ভয় পাননি।