তেজগাঁও শিল্পাঞ্চল থানায় করা মামলায় গ্রেপ্তার যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলমকে তিন দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন আদালত।

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের ম্যাজিস্ট্রেট মোশাররফ হোসেন রোববার এ আদেশ দেন।

জানা যায়, তেজগাঁও শিল্পাঞ্চল থানায় করা বিস্ফোরক আইনের মামলায় যুবদল নেতা সাইফুল আলমকে আদালতে হাজির করে পাঁচ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশ। উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত তাকে তিন দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।


ঢাকা মহানগর উত্তর যুবদলের নেতা আমিনুল ইসলাম সমকালকে জানান, সাইফুল আলমকে আদালতে হাজির করার সময়ে উপস্থিত নেতাকর্মীদের ওপর পুলিশ লাঠিচার্জ করে। এতে অনেকে আহত হয়েছেন। এ সময় একজন কর্মীকে গ্রপ্তারও করা হয়। 

শনিবার রাজধানীর কারওয়ান বাজারে বিএনপির পদযাত্রা শেষে সাইফুল আলমকে গ্রেপ্তার করা হয়।