- রাজনীতি
- গয়েশ্বর বললেন, সরকারের পতন সন্নিকটে
গয়েশ্বর বললেন, সরকারের পতন সন্নিকটে

গয়েশ্বর চন্দ্র রায়- ফাইল ছবি
ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের পতন সন্নিকটে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। প্রধানমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, জনগণের পিঠ দেয়ালে ঠেকে গেছে, মানুষ বাঁচতে চায়। আর এ কারণে অচিরেই আপনাকে ক্ষমতা থেকে নামতে হবে, আপনার পতন নিকটে। আপনি কোথায় যাবেন, সেটা খুঁজুন।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপুসহ সব রাজবন্দির মুক্তি দাবিতে গতকাল রোববার জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী প্রজন্ম ’৭১-এর উদ্যোগে আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রীর উদ্দেশে গয়েশ্বর রায় আরও বলেন, মামলা-হামলা আর নেতাদের জেলে রেখে নির্বাচন দিবেন- সেটা ভুলে যান। ২০১৮ সালের মতো বিএনপিকে নির্বাচনে নিবেন, কাউকে ভাগিয়ে নিবেন, তা হবে না। মানুষ আর ভাঙা নৌকায় উঠবে না। জনগণ ভোটকেন্দ্রে যাবে না, কোনো দল নির্বাচনে যাবে না, যারা যাবে তারা বেইমান হবে।
তিনি বলেন, লুটপাটকারীদের বিরুদ্ধে এ সরকার কোনো ব্যবস্থা নেয়নি। ভারতের আদানি গ্রুপের সঙ্গে আবারও চুক্তি করেছে। অথচ ভারতেই তার বিরুদ্ধে আন্দোলন শুরু হয়েছে। বিদ্যুৎ উৎপাদন করা হোক না হোক, ক্যাপাসিটি চার্জ দিতে হচ্ছে। বিশ্ব বাজারে কয়লার দাম ২০০ ডলার আর আদানির সঙ্গে ৪০০ ডলারে চুক্তি করেছে। আদানি গ্রুপের সঙ্গে চুক্তি সরকারের সঙ্গে সরকারের নয়, একটি প্রতিষ্ঠানের সঙ্গে।
জাতীয়তাবাদী প্রজন্ম ’৭১-এর সভাপতি ঢালী আমিনুল ইসলাম রিপনের সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তব্য দেন বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ, কেন্দ্রীয় নেতা মীর নেওয়াজ আলী নেওয়াজ, দলের নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ প্রমুখ।
মন্তব্য করুন