শিক্ষাঙ্গনে ছাত্রলীগের সন্ত্রাস, নারী নির্যাতন, দখলদারির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট। সংগঠনের নেতারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তানজীমউদ্দিন খানের বিরুদ্ধে চক্রান্ত ও তাঁকে শারীরিক আক্রমণের হুমকির নিন্দা জানিয়েছেন। তাঁরা বলেছেন, শিক্ষাঙ্গনে সন্ত্রাস কায়েম করেছে ছাত্রলীগ।

রোববার ঢাবির মধুর ক্যান্টিন থেকে বিক্ষোভ মিছিল বের করে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ চত্বর প্রদক্ষিণ করে অপরাজেয় বাংলার পাদদেশে সমাবেশ করে সংগঠনটি।

সমাবেশে বক্তারা বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে নাৎসি বাহিনীর মতো কনসেন্ট্রেশন ক্যাম্প গড়ে তুলেছে ছাত্রলীগ। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বরাবরের মতোই দায় এড়িয়ে গেছে এবং সন্ত্রাসীদের মদদ দিয়েছে। কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের ফুলপরী খাতুনের ঘটনার ভয়াবহতা আদিম যুগের বর্বরতাকেও হার মানায়।

তাঁরা বলেন, যে স্বল্পসংখ্যক শিক্ষক সমাজে ন্যায়ের কথা বলেন, শিক্ষার্থীদের অধিকার আদায়ে পাশে দাঁড়ান, তাঁদের একজন ঢাবির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক তানজীমউদ্দিন খান। তাঁর বিরুদ্ধে তাঁরা নতুন চক্রান্ত শুরু করেছে। আগেও বিশ্ববিদ্যালয় প্রশাসনের ছত্রছায়ায় গোয়েন্দা সংস্থার লোকজন তাঁকে অপদস্থ করেছে।

সমাবেশে বক্তব্য দেন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের কেন্দ্রীয় সভাপতি মুক্তা বাড়ৈ, সাধারণ সম্পাদক শোভন রহমান, ঢাবি শাখার সভাপতি রাজীব কান্তি রায় প্রমুখ।