- রাজনীতি
- স্বরাষ্ট্রমন্ত্রী বললেন, ছাত্রলীগ কথা শোনে না
স্বরাষ্ট্রমন্ত্রী বললেন, ছাত্রলীগ কথা শোনে না

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, স্বেচ্ছাসেবক লীগ সংগঠিত একটি দল এবং এই সংগঠনের কর্মীরা নেতাদের নির্দেশ মানে। কিন্তু ছাত্রলীগের অনুষ্ঠানে গেলে দেখা যায় তাদের নেতারা স্লোগান বন্ধ করতে বললেও কর্মীরা কথা শোনে না।
আজ রোববার রাজধানীর তেজগাঁও থানা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
তেজগাঁও শিল্পাঞ্চল তিব্বত মোড় কলোনি বাজার সংলগ্ন মাঠে আয়োজিত সম্মেলনে তিনি বলেন, তলাবিহীন ঝুড়ি থেকে বাংলাদেশ আজ সম্ভাবনার দেশে পরিণত হয়েছে। এসব সম্ভব করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি আরও বলেন, বাংলাদেশের যে প্রান্তেই যান, সেখানেই শেখ হাসিনার আকাশচুম্বী জনপ্রিয়তা দেখেন।
আসাদুজ্জামান খান বলেন, দেশের জরুরি সেবা নম্বর-৯৯৯, এটি সম্পূর্ণ সজীব ওয়াজেদ জয়ের কল্পনাপ্রসূত। এই সেবার কারণে মানুষের উপকার হয়েছে। সমস্যায় পড়লেই মানুষ জরুরি সেবা নিতে ৯৯৯ নম্বরে কল করছে।
নতুন নেতৃত্বের বিষয়ে তিনি বলেন, কমিটিতে তাঁরাই জায়গা পাবেন, যাঁরা মাদক ও চাঁদাবাজির সঙ্গে সম্পৃক্ত না।
মন্তব্য করুন