- রাজনীতি
- পল্লবী থানা বিএনপির আহ্বায়ককে অব্যাহতি
পল্লবী থানা বিএনপির আহ্বায়ককে অব্যাহতি

সাজ্জাদ হোসেন- ফাইল ছবি
দলীয় শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় ঢাকা মহানগর উত্তর বিএনপির অন্তর্গত পল্লবী থানা বিএনপির আহ্বায়ক সাজ্জাদ হোসেনকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান ও সদস্য সচিব আমিনুল হক এ সিদ্ধান্তের কথা জানান। গত ২৫ জানুয়ারি মহানগর উত্তরের ২৬টি থানা আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছিলো।
জানা যায়, পল্লবী থানার একটি ওয়ার্ড কাউন্সিলর সাজ্জাদ হোসেন। সম্প্রতি ওই এলাকায় কালসী ফ্লাইওভার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে ব্যানার, ফেস্টুন নিয়ে অংশ নেন। যা নিয়ে বিএনপির নেতা-কর্মীদের মধ্যে বিরুপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়। এর প্রেক্ষিতে তাকে তার পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।
মন্তব্য করুন