- রাজনীতি
- দুর্নীতি আর দলীয়করণের কারণে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না: জিএম কাদের
গুলিস্তানে বিস্ফোরণ
দুর্নীতি আর দলীয়করণের কারণে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না: জিএম কাদের

ফাইল ছবি
জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদেরের (জিএম কাদের) বলেন, ‘দেশে একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। দুর্ঘটনা যেন স্বাভাবিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। দুর্ঘটনার পরপরই তদন্ত করে কারণ বের করে আনা উচিত। চট্টগ্রামে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্তে কী পাওয়া গেল তা আমরা জানতে পারলাম না। সরকার এখানে কী দায়িত্ব পালন করেছে তাও জানা গেল না। সব কিছু ধামা চাপা দেওয়া হলো। কারণ দুর্নীতি ও সরকারি দলের নেতারা এসব দুর্ঘটনার সঙ্গে জড়িত।’
আজ বুধবার রাজধানীর গুলিস্তানে বিস্ফোরণের ঘটনাস্থল পরিদর্শনের সময় তিনি এসব কথা বলেন।
জিএম কাদের বলেন, ‘কেন এমন দুর্ঘটনা ঘটছে তা তদন্ত করে বের করে আনতে হবে। কার কার ব্যবসা আছে তা জানতে হবে। কারা কারা বিস্ফোরক দ্রব্য রাখছে তা তদন্ত করে বের করতে হবে। কিন্তু সে গুলো তদন্তে করে বের করা হচ্ছে না শুধু দুর্নীতি ও দলীয়করণের কারণে।’
তিনি আরও বলেন, বাংলাদেশে কোথাও মানুষের জীবনের নিরাপত্তা নেই। ইজ্জতের নিরাপত্তা নেই। সম্পত্তির নিরাপত্তা নেই।
আহতের সুচিকিৎসার দাবি জানিয়ে জিএম কাদের বলেন, এ ঘটনায় যারা নিহত ও আহত হয়েছেন তাদের জন্য যথাযথ ক্ষতিপূরণ করতে হবে। এটা আমাদের দাবি।
মন্তব্য করুন