- রাজনীতি
- যুবদলের সাধারণ সম্পাদককে গ্রেপ্তারের অভিযোগ
যুবদলের সাধারণ সম্পাদককে গ্রেপ্তারের অভিযোগ

ফাইল ছবি
জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক মোনায়েম মুন্নাকে শাহজাহানপুর থানা পুলিশ গ্রেপ্তার করেছে বলে দলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।
আজ বুধবার সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর শাহজাহানপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু।
টুকু জানান, রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট থেকে দলীয় কর্মসূচি শেষে বাসায় ফেরার পথে তাকে গ্রেপ্তার করা হয়েছে। শাজাহানপুর থানা পুলিশ তাকে গ্রেপ্তার করেছে বলে জানতে পেরেছি।
মোনায়েম মুন্নার বিরুদ্ধে কোনো মামলা নেই বলেও জানিয়েছেন যুবদল সভাপতি।
মন্তব্য করুন