আগুন ঝরানো আন্দোলনে সরকার পালানোর পথও খুঁজে পাবে না বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকু।

তিনি বলেছেন, গ্রেপ্তার করে, নির্যাতন করে আমাদের চলমান আন্দোলন বন্ধ করা যাবে না। বরং তা আরও স্ফুলিঙ্গের আকার ধারণ করবে। সেই আগুন ঝরানো আন্দোলনে এ সরকার পালানোর পথও খুঁজে পাবে না। যুবদলের প্রত্যেক নেতাকর্মী রাজপথে জীবন দিতে প্রস্তুত। সেখানে একজন মোনায়েম মুন্নাকে গ্রেপ্তার করে তাদের মনোবল দুর্বল করা যাবে না।

বুধবার রাজধানীতে এক বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোনায়েম মুন্না ও সাবেক সহসভাপতি এসএম জাহাঙ্গীরকে গ্রেপ্তারের প্রতিবাদে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে সংগঠনটি। মিছিলটি কেন্দ্রীয় কার্যালয় থেকে শুরু হয়ে নাইটিঙ্গেল মোড় হয়ে ফকিরাপুল ঘুরে আবারও কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

টুকু বলেন, বিএনপির একজন নেতাকর্মী যতক্ষণ বাইরে আছেন, জীবিত আছেন, ততক্ষণ গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন চলবে। আমাদের শেষ কর্মীই সেই আন্দোলনের হাল ধরবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আন্দোলনকে চূড়ান্ত রূপ দেওয়ার জন্য আমারা জীবন দিতে প্রস্তুত। এ সময়ে তিনি দুইদিনের কর্মসূচি ঘোষণা করেন তিনি। 

এর মধ্যে বৃহস্পতিবার সারাদেশে জেলা পর্যায়ে ও ১৫ মার্চ নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করবে সংগঠনটি।

মিছিলে সহসভাপতি নুরুল ইসলাম নয়ন, মাহবুবুল হাসান ভূঁইয়া পিংকু, যুগ্ম সম্পাদক শফিকুল ইসলাম মিল্টনসহ কয়েক শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।