- রাজনীতি
- দেশকে মৃত্যুপুরী বানিয়েছে সরকার: গণতন্ত্র মঞ্চ
দেশকে মৃত্যুপুরী বানিয়েছে সরকার: গণতন্ত্র মঞ্চ

গুলিস্তানের বিস্ফোরণস্থলে রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম।ছবি: সংগৃহীত
সাতদলীয় জোট গণতন্ত্র মঞ্চের নেতারা বলেছেন, গুলিস্তানে ভবনে বিস্ফোরণের ২০ ঘণ্টা পরও উদ্ধার অভিযান নিয়ে সরকারের সংস্থাগুলোর মধ্যে সমন্বয়হীনতা দেখা যাচ্ছে। এটি সরকারের দায়িত্বহীনতার একটি উদাহরণমাত্র। সারাদেশে কোথাও নিরাপদ বসবাসের পরিবেশ নেই। সরকার পুরো দেশকে মৃত্যুপুরীতে পরিণত করেছে। এখানে কাঠামোগত হত্যাকাণ্ডের ঘটনা প্রতিনিয়ত ঘটে চলেছে।
বুধবার গুলিস্তানের বিস্ফোরণস্থল পরিদর্শন শেষে রাষ্ট্র সংস্কার
আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম এসব কথা বলেন। এ সময় গণসংহতি আন্দোলনের প্রধান
সমন্বয়কারী জোনায়েদ সাকিও তাঁর সঙ্গে ছিলেন।
সাকি বলেন, এমন একটা
জরুরি পরিস্থিতিতে সরকারের সংস্থাগুলোর আরও কার্যকর ভূমিকা রাখার দরকার ছিল। পুরো ঢাকা শহরটাই ভীষণ রকম অনিরাপদ নগরীতে পরিণত
হয়েছে। গ্যাস লাইন, স্যুয়ারেজ লাইন কিংবা বিদ্যুতের মতো
ইউটিলিটি সার্ভিসগুলোর কারণে নানা দিক থেকে
ঢাকা একটা মৃত্যুপুরীতে পরিণত হয়েছে।
বিস্ফোরণের ঘটনায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের
সমালোচনা করে সাকি বলেন, এই
বিস্ফোরণে নাকি রাজনৈতিক অভিসন্ধি আছে এবং কোনো কোনো রাজনৈতিক বিরোধী মহল নাকি
রাজনৈতিকভাবে ব্যর্থ হয়ে সহিংসতা বা এ ধরনের ঘটনা ঘটাচ্ছে। কোনো ধরনের তদন্ত ছাড়াই তিনি এ ধরনের রাজনৈতিক সিদ্ধান্তে পৌঁছে গেলেন। এর
চেয়ে দায়িত্বহীন বক্তব্য আর কী হতে পারে?
জাতীয় সমাজতান্ত্রিক দল- জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, ভাসানী অনুসারী পরিষদের সদস্য সচিব
হাবিবুর রহমান রিজু, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক
পরিষদের সদস্য আকবর খান প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন। এর আগে নেতারা ঢাকা মেডিকেল
কলেজ হাসপাতালে আহতদের দেখতে যান।
মন্তব্য করুন