জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোনায়েম মুন্না ও সংগঠনের সাবেক সহসভাপতি এসএম জাহাঙ্গীরকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে দলীয় কর্মসূচি শেষে বাসায় ফেরার পথে তাদের আটক করা হয়। যুবদলের কেন্দ্রীয় সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকু এসব তথ্য জানিয়েছেন। এ দু’জনকে গ্রেপ্তারের প্রতিবাদে রাজধানীতে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করে যুবদল ও ছাত্রদল। সেইসঙ্গে দুই দিনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

আগামীকাল সারাদেশে জেলা পর্যায়ে এবং আগামী বুধবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যুবদলের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ হবে।

মুন্না ও জাহাঙ্গীরকে গ্রেপ্তারের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক বিবৃতিতে বলেন, বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীর ওপর বর্তমান সরকারের আক্রোশের মাত্রা প্রতিদিনই বাড়ছে। মোনায়েম মুন্না এবং এস এম জাহাঙ্গীরকে গ্রেপ্তার সেটিরই ধারাবাহিকতা। তারা দু’জনই সরকারের চরম রাজনৈতিক প্রতিহিংসার শিকার।

প্রত্যক্ষদর্শীরা জানান, দলীয় কর্মসূচি শেষে ফেরার পথে শাজাহানপুর থানা পুলিশ মুন্নাকে আটক করে। অপরদিকে হলি ফ্যামিলি হাসপাতালের সামনে থেকে এস এম জাহাঙ্গীরকে আটক করে গোয়েন্দা পুলিশ।