- রাজনীতি
- সরকার জনগণের জীবন নিয়ে তামাশা করছে: জোনায়েদ সাকি
সরকার জনগণের জীবন নিয়ে তামাশা করছে: জোনায়েদ সাকি
জীবনের কোনো গ্যারান্টি নেই, কখন কি হয়ে যায়: জোনায়েদ সাকীগণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকী বলেছেন, জীবনের কোনো গ্যারান্টি নেই, কখন কি হয়ে যায়
Posted by Samakal on Friday, March 10, 2023
সরকার জনগণের জীবন নিয়ে 'তামাশা' করছে বলে অভিযোগ করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি।
আজ শুক্রবার গণসংহতি আন্দোলন ঢাকা জেলার প্রথম সম্মেলনের উদ্বোধনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন। রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশের প্রধান বক্তা জোনায়েদ সাকি বলেন, 'বর্তমান জনসম্মতিহীন কর্তৃত্ববাদী সরকার জনগণের জীবন নিয়ে তামাশা করছে। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজারে আগুন জ্বলছে। শ্রমজীবী ও মধ্যবিত্ত মানুষ হাস-ফাঁস করছে। মানুষের হাতে টাকা নেই, কিন্তু বাজারদর বাড়ছে প্রতিনিয়ত। বাজার নিয়ন্ত্রণে বর্তমান সরকার চূড়ান্তভাবে ব্যর্থ হচ্ছে। সরকার সিন্ডিকেট নিয়ন্ত্রণ করছে, না সিন্ডিকেটই সরকারকে নিয়ন্ত্রণ করছে— তা নিয়ে মানুষের মাঝে প্রশ্ন তৈরি হয়েছে।'
তিনি বলেন, 'এই ধরনের কর্তৃত্ববাদী সরকার সামনের নির্বাচনেও জনগণের ভোটাধিকার হরণ করে ক্ষমতায় টিকে থাকতে চায়। কিন্তু সে সুযোগ তাদের আর দেবে না জনগণ।'
জোনায়েদ সাকি বলেন, 'আমরা জনগণের ভোটাধিকার ও রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরের লক্ষ্যে যুগপৎ আন্দোলন করছি। এই লড়াইয়ের মধ্য দিয়েই বর্তমান সরকারের পতন ঘটিয়ে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা করবো আমরা। সবাইকে সেই লড়াইয়ে আরো ঐক্যবদ্ধ ভূমিকা রাখার আহ্বান জানাই।'
গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল এবং ঢাকা জেলা সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক বাচ্চু ভূইয়া যথাক্রমে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেন। এরপর সংগঠনের সাম্প্রতিক সময়ে প্রয়াতদের জন্য শোক প্রস্তাব এবং এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়। সম্মেলনে উদ্বোধনী বক্তব্য দেন আবুল হাসান রুবেল।
সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন গণসংহতি আন্দোলনের রাজনৈতিক পরিষদের সদস্য তাসলিমা আখ্তার, মনির উদ্দীন পাপ্পু, ঢাকা উত্তর গণসংহতি আন্দোলনের আহ্বায়ক মনিরুল হুদা বাবন, ঢাকা দক্ষিণ গণসংহতি আন্দোলনের আহ্বায়ক আলিফ দেওয়ান প্রমুখ।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলনের সম্পাদকমণ্ডলীর সদস্য দীপক রায়, কেন্দ্রীয় কমিটির সদস্য অঞ্জন রায়, জাতীয় পরিষদ সদস্য আরিফুল ইসলাম, গার্মেন্ট শ্রমিক সংহতির সাধারণ সম্পাদক বাবুল হোসেন, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি মশিউর রহমান খান রিচার্ড, সাধারণ সম্পাদক সৈকত আরিফ প্রমুখ।
মন্তব্য করুন