- রাজনীতি
- ইভিএম স্বচ্ছতার প্রতীক: ইসি হাবিব
ইভিএম স্বচ্ছতার প্রতীক: ইসি হাবিব

কেন্দ্র পরিদর্শন করছেন ইসি ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবিব। ছবি-সমকাল
নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব খান বলেছেন, 'আমরা এ পর্যন্ত ৬০০-এর বেশি ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএমএ) ভোট করেছি। ইভিএম সম্পর্কে আমি যতদূর বলতে পারি, এটা স্বচ্ছতার প্রতীক। ভোটারের উপস্থিতি ছাড়া কেউ ভোট দিতে পারে না।
বৃহস্পতিবার চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার ৬ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ভোট গ্রহণ পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।
আহসান হাবিব খান বলেন, আমি ভোটার, প্রিজাইডিং অফিসারসহ সবার সঙ্গে কথা বলেছি। তারা জানিয়েছেন ভোট স্বচ্ছ হয়েছে। একজনের ভোট অন্য জন দেয়নি।
কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেছে কী জানতে চাইলে তিনি বলেন, তেমন কোনো ঘটনা ঘটেনি। এক প্রার্থী অভিযোগ করেছিলেন। তবে সরেজমিনে প্রমাণ না পাওয়ায় সেই প্রার্থী ক্ষমা চেয়েছেন।
এসময় চুয়াডাঙ্গা জেলা প্রশাসক আমিনুল ইসলাম খান, পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন, জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রোকুনুজ্জামান উপস্থিত ছিলেন।
বাঁকা ইউনিয়নের সুটিয়ায় আওয়ামী লীগের কর্মীদের বিরুদ্ধে কেন্দ্র দখলের অভিযোগ রয়েছে। এ বিষয়ে নির্বাচন কমিশনার কিছু জানেন কিনা জানতে চাইলে আহসান হাবিব বলেন, অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে সেখানে নির্বাহী ম্যাজিস্ট্রেট পৌঁছেছেন। পুলিশের সদস্যরা পৌঁছেছে তারা পরিবেশ নিয়ন্ত্রণে এনেছে। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ঘটনা ঘটানোর চেষ্টা করা হচ্ছিল। তবে তারা সফল হয়নি।
উপজেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা মেজর আহমেদ জানান, নির্বাচনে ৫৪টি কেন্দ্রে ১জন প্রিজাইডিং অফিসার ও ২জন সহকারী প্রিজাইডিং অফিসার দায়িত্ব পালন করছেন। প্রতিকেন্দ্রে ২ জন করে মোট ৫২২ জন পোলিং অফিসার রয়েছেন। প্রতিটি ভোট কক্ষে ১টি করে মোট ২৬১টি ইভিএম মেশিনে ভোট নেওয়া হচ্ছে। এছাড়াও প্রতিটি কেন্দ্রে ১টি করে মোট ১৩০টি অতিরিক্ত ইভিএম মেশিন প্রস্তুত রাখা হয়েছে।
তিনি বলেন, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে ও ভোটের শান্তিপূর্ণ পরিবেশ ধরে রাখতে দু'টি ইউনিয়নে সার্বক্ষণিক দায়িত্ব পালন করেছেন একজন করে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। এছাড়াও র্যাব, পুলিশ ও বিজিবি সার্বক্ষণিক কেন্দ্রে টহল দিচ্ছে।
মন্তব্য করুন