আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সকল অপশক্তির প্রধানহোতা বিএনপি দেশকে আবারও পাকিস্তান বানাতে চায়; সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদে ফিরিয়ে নিতে চায়।

আজ রোববার বিকেলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত আলোচনাসভায় তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, সকল ষড়যন্ত্রকে গুঁড়িয়ে দিয়ে এগিয়ে যাবে বাংলাদেশ। 

তিনি আরও বলেন, ইতিহাসের মহানায়ক আর ইতিহাসের ফুট নোট এক নয়। স্বাধীনতার ঘোষক আর পাঠক এক কথা নয়। অনেকেই স্বাধীনতার ঘোষণা পাঠ করেছেন। স্বাধীনতার ঘোষণা দেয়ার একমাত্র বৈধ অধিকার ছিল বঙ্গবন্ধুর।