- রাজনীতি
- শামীম ওসমান বললেন, ঈদের পর আপনাদের সঙ্গে খেলতে চাই
শামীম ওসমান বললেন, ঈদের পর আপনাদের সঙ্গে খেলতে চাই

একেএম শামীম ওসমান
নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেছেন, ‘আপনারা যারা কথায় কথায় আমাদের বারোটা, চব্বিশটা বাজাবেন বলে থ্রেট করছেন, আওয়ামী লীগকে টেনে নামাবেন। আমাদের সঙ্গে যদি আপনারা খেলতে চান, কোনো আপত্তি নেই। তবে আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, এখানে বসে সিদ্ধান্ত নিয়েছি, ঈদের পরে চলে আসবো। কখন খেলবেন, কয়টার সময় খেলবেন, বলেন। জনগণকে সঙ্গে নিয়ে সব অশুভ শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে আমরা খেলব, ওই খেলায় জিতবো, ইনশাল্লাহ।’
সোমবার দুপুরে নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজের নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কলেজের অধ্যক্ষ প্রফেসর বিমল চন্দ্র দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সংসদ সদস্য শামীম ওসমানের সহধর্মিনী ও জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান সালমা ওসমান লিপি, জেলা পরিষদ চেয়ারম্যান চন্দন শীল, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ নিজাম ও সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল প্রমুখ।
বিএনপি থেকে নির্বাচিত সাবেক সংসদ সদস্য মুহম্মদ গিয়াস উদ্দিকে উদ্দেশ্য করে শামীম ওসমান বলেন, ‘গিয়াসউদ্দিন সাহেব আমার বড় ভাই, মামা শ্বশুর। নারায়ণগঞ্জে তিনি অনেক কিছু করেছেন। আমাদের ১০-১২ জন কর্মীকে হত্যা করেছেন। আমাদের বিএনপিনেতা তৈমূর ভাইয়ের ছোট ভাই সাব্বিরকে নিষিদ্ধ পল্লীর ছেলেদের দিয়ে হত্যা করিয়েছিলেন। তিনি সেই লোক।’
তিনি বলেন, ‘১০ বছর মাঠে ছিলেন না। এখন এসে উশৃঙ্খল স্লোগান দিচ্ছেন। তার সঙ্গে সুরে সুর মিলিয়ে অনেকে কথা বলছেন, আমার বারোটা বাজিয়ে দেবেন। আপনাদের গোল গোল চোখ দেখলে আমার ভয় হয়।’
শামীম ওসমান বলেন, ‘আমি নারায়ণগঞ্জকে ফুটফুটে বউয়ের মতো সাজাতে চাই, একা পারবো না। আমি আপনাদের সাহায্য চাই। আমাদের সমাজ ধ্বংস করে দিয়েছে মাদক, সন্ত্রাস ও ভূমিদস্যু। এক তোলারাম কলেজ দিয়ে আমরা সামরিক শাসনকে কাঁপিয়ে দিয়েছি। সাতজন মিলে জিয়াউর রহমানের গাড়ি আটকে দিয়েছি। এ অপরাধে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়, আর করবেন না।’
মন্তব্য করুন