- রাজনীতি
- অস্ত্র মামলায় বিএনপি নেতাসহ ৫ জনের ১০ বছর করে কারাদণ্ড
অস্ত্র মামলায় বিএনপি নেতাসহ ৫ জনের ১০ বছর করে কারাদণ্ড
-samakal-6418b945e3981.jpg)
অ্যাডভোকেট মেহেদী হাসান এলিচ
গাজীপুর জেলা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি ও মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মেহেদী হাসান এলিচসহ পাঁচজনকে অস্ত্র মামলায় ১০ বছর করে কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। দণ্ডপ্রা্ন অন্যরা হলেন- মহানগরের যোগীতলা এলাকার মাসুদ, বিলাশপুর এলাকার বাবুল চৌধুরী, টঙ্গী নতুন বাজার এলাকার মাহীন ও মরকুন এলাকার নবীন হোসেন।
আসামি মেহেদী হাসান, বাবুল চৌধুরী ও নবী হোসেনের উপস্থিতিতে সোমবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ এর বিচারক মো. বাহাউদ্দিন কাজী এ রায় ঘোষণা করেন। মাসুদ ও মাহিন পলাতক রয়েছেন।
আদালত সূত্র জানায়, ২০০৪ সালে ২১ আগস্ট সকালে প্রাইভেটকারে করে ওই পাঁচজন টঙ্গী থেকে গাজীপুর শহরের দিকে যাচ্ছিলেন। টঙ্গী রেলক্রসিং এলাকায় পৌঁছালে গতিরোধ করে র্যাবের একটি দল ওই গাড়িতে তল্লাশি চালায়। এ সময় ম্যাগাজিনসহ একটি পিস্তল ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করে।
এ ঘটনায় টঙ্গী থানায় মামলা হলে ওই বছরের ৩১ আগস্ট ওই পাঁচজনকে অভিযুক্ত করে গাজীপুর আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ। দীর্ঘ শুনানি ও সাক্ষ্য শেষে বিচারক সোমবার এ রায় ঘোষণা করেন।
আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট শহিদুজ্জামান বলেন, ‘একটি ষড়যন্ত্রমূলক মামলায় এ রায় হয়েছে।’ এ রায়ের বিরুদ্ধে আপিল করবেন বলে তিনি জানান।
মন্তব্য করুন