নীলফামারীর সৈয়দপুর জেলা বিএনপির দীর্ঘ ৯ বছর পর সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সৈয়দপুর পৌর কমিউনিটি সেন্টারে দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হয়। দ্বিতীয় অধিবেশনে শীর্ষ তিন পদের জন্য কাউন্সিলরদের সরাসরি ভোট নেওয়া হয়।

এতে আব্দুল গফুর সরকার সভাপতি, শাহীন আকতার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। সাংগঠনিক সম্পাদক হয়েছেন জেলা যুবদলের সভাপতি আনোয়ার হোসেন প্রামানিক।

এর আগে দুপর ১২টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং পায়রা ও বেলুন উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

এতে বিশেষ অতিথি বিএনপির ভাইস চেয়ারম্যান এজেডএম জাহিদ হোসেন, রংপুর বিভাগীয় সাংগঠিক সম্পাদক আসাদুল হাবিব দুলু, যুগ্ম সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর হোসেন বক্তব্য দেন। সভাপতিত্ব করেন সৈয়দপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এসএম ওবায়দুর রহমান। সঞ্চালনা করেন বিএনপি নেতা শফিকুল ইসলাম জনি ও কার্জন।