যৌন হয়রানির মামলায় গ্রেপ্তার হওয়া ফরিদপুরের সালথা উপজেলা ছাত্রলীগ সভাপতি রায়মোহন কুমার রায়কে সংগঠন থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

জেলা ছাত্রলীগের সভাপতি তামজিদুল রশিদ চৌধুরী এবং সাধারণ সম্পাদক মো. ফাহিম আহামেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ মঙ্গলবার এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগ ফরিদপুর জেলা শাখার এক সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, দলীয় শৃংখলা ভঙ্গের দায়ে বাংলাদেশ ছাত্রলীগ সালথা উপজেলা শাখার সভাপতি রায়মোহন রায়কে অব্যাহতি দেওয়া হলো। একইসঙ্গে বাংলাদেশ ছাত্রলীগ সালথা উপজেলা শাখার সহ-সভাপতি ফিরোজ খান রাজকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব প্রদান করা হলো।

এর আগে এক তরুণীকে যৌন হয়রানি এবং এর প্রতিবাদ করায় ওই তরুণীর বাবা-চাচা ও চাচাতো ভাইকে পিটিয়ে আহত করার অভিযোগে দায়ের করা মামলায় রায়মোহন কুমার রায়কে গ্রেপ্তার করে র‍্যাব। গতকাল সোমবার রাতে গ্রেপ্তারের পর ওই রাতেই তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. সাদিক বলেন, আজ মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়,  রায়মোহন রায় ওই এলাকার এক স্কুলছাত্রীকে দীর্ঘদিন ধরে উত্যক্ত করে আসছিল। এক র্পযায়ে তাকে তুলে নেওয়ার হুমকিও দেয় অভিযুক্ত ছাত্রলীগ নেতা। এর প্রতিবাদ করায় গত ১০ মার্চ ওই তরুণীর বাবা, চাচা ও চাচাতো ভাইকে পিটিয়ে আহত করার অভিযোগ ওঠে রায়মোহন কুমার রায়ের বিরুদ্ধে। এ ঘটনায় ওই তরুণীর মা বাদী হয়ে রায়মোহন ও তার চার সহযোগীর নাম উল্লেখ করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।