- রাজনীতি
- ডিলারের সহায়তায় টিসিবি পণ্য পাচারের চেষ্টা, জব্দ
ডিলারের সহায়তায় টিসিবি পণ্য পাচারের চেষ্টা, জব্দ

জব্দ করা টিসিবির পণ্য। ছবি: সমকাল
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ডিলারের সহায়তায় পাচারের সময় টিসিবির পণ্য জব্দ করেছেন স্থানীয়রা। আজ শনিবার সকালে উপজেলার শাহবাজপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চত্বরে এ ঘটনা ঘটে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঘটনাস্থলে গিয়ে পণ্য জব্দ করে সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দেন।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, শাহবাজপুর ইউনিয়ন পরিষদের হল রুমে রাখা ছিল ডিলারের টিসিবি পণ্য। উপরধোবড়া গ্রামের নজিবর রহমান ফেক্কুর ছেলে মো. আলম ও একই ইউনিয়নের সন্ন্যাসী কুপতলা গ্রামের মো. হানিফ ৪৫ জন্য বরাদ্দকৃত টিসিবির পণ্য অবৈধভাবে ভ্যানযোগে পাচার করছিলেন। এ সময় স্থানীয় বাসিন্দা তা আটক করে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুল হায়াতকে খবর দেওয়া হয়।
এ বিষয়ে শাহবাজপুর ইউপি চেয়ারম্যান নিজামুল হক রানা বলেন, ‘ঘটনার সময় আমি রাজশাহীতে ছিলাম। পরে খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। স্থানীয়রা ৪৫ জনের জন্য বরাদ্দ টিসিবির পণ্যসহ ভ্যান জব্দ করে ইউএনওকে খবর দেন। পরে জব্দ করা পণ্য জনসাধারণের মধ্যে বিতরণ করা হয়।’
আনিকা ট্রেডার্সের সত্ত্বাধিকারী হুসেইন শহিদ বলেন, ‘আমি কোনো অনিয়ম করিনি। আমার ব্যবহারের জামাকাপড়ের ভ্যানে হানিফ ২৫ জনের নামের এক ব্যক্তি টিসিবি ওই পণ্য নিয়ে যাচ্ছিলেন। তবে এটা ভুল হয়েছে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াত বলেন, কোনো জনপ্রতিনিধি এ ঘটনায় জড়িত থাকলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। ডিলার বা আর কেউ জড়িত কিনা তা খতিয়ে দেখা হবে।
মন্তব্য করুন