বরগুনার আমতলী উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. মাহবুবুল ইসলাম ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন সবুজকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে জেলা ছাত্রলীগ।

গত রোববার রাত ১০টার দিকে বরগুনা জেলা ছাত্রলীগের সভাপতি মো. রেজাউল কবির রেজা ও সাধারণ সম্পাদক তৌশিকুর রহমান ইমরান স্বাক্ষরিত কারণ দর্শানোর ওই নোটিশ দেওয়া হয়। এতে ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস পালন না করার অভিযোগে আমতলী উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে তিন দিনের মধ্যে জেলা ছাত্রলীগের কার্যালয়ে সশরীরে উপস্থিত হয়ে লিখিতভাবে নোটিশের জবাব দিতে বলা হয়েছে।

এ বিষয়ে বরগুনা জেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল কবির রেজা বলেন, সাংগঠনিক নির্দেশনা থাকলেও আমতলী উপজেলা ছাত্রলীগ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালন করেনি। এ ছাড়া মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে তাঁদের কোনো ধরনের কর্মসূচি ছিল না। তাই তাঁদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

আমতলী উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. মাহবুবুল ইসলাম  কারণ দর্শানোর নোটিশ সম্পর্কে কিছু জানেন না জানিয়ে বলেন, সাংগঠনিকভাবেই দুটি দিবসই পালন করেছেন তাঁরা। এর মধ্যে মাহে রমজানের কারণে ২৬ মার্চের প্রোগ্রাম কিছুটা সীমিত পরিসরে করা হয়েছে।