- রাজনীতি
- যুগপৎ আন্দোলন নিয়ে আলোচনা দুই বাম জোটের
যুগপৎ আন্দোলন নিয়ে আলোচনা দুই বাম জোটের

দুঃশাসনের অবসান, গণতন্ত্র প্রতিষ্ঠা ও দ্রব্যমূল্যসহ জনজীবনের সংকট নিরসনে যুগপৎ আন্দোলনের বিষয়ে আলোচনা করেছে বাম গণতান্ত্রিক জোট ও ফ্যাসিবাদ-বিরোধী বাম মোর্চা। এ বিষয়ে কার্যকর পদক্ষেপ ও আন্দোলন কর্মসূচি গ্রহণ নিয়ে আরও আলোচনা ও বৈঠক অনুষ্ঠানের বিষয়ে ঐকমত্য পোষণ করেছে এই দুই বাম জোট।
সোমবার রাজধানীর সেগুনবাগিচার বাসদ কার্যালয়ে বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ও বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় নেতা মোহাম্মদ শাহ আলম, রুহিন হোসেন প্রিন্স, মিহির ঘোষ, আনোয়ার হোসেন রেজা, রাজেকুজ্জামান রতন, নিখিল দাস, জনার্দন দত্ত নান্টু, মাসুদ রানা, মানস নন্দী, রাশেদ শাহরিয়ার, শামীম ইমাম, তৈমুর আলম অপু, শহীদুল ইসলাম সবুজ ও আব্দুল আলী।
ফ্যাসিবাদ-বিরোধী বাম মোর্চার পক্ষে উপস্থিত ছিলেন জোটের সমন্বয়কারী ও নয়া গণতান্ত্রিক গণমোর্চার সভাপতি জাফর হোসেন, মোর্চার কেন্দ্রীয় নেতা শুভ্রাংশু চক্রবর্ত্তী, নাসিরুদ্দিন নাসু, মহিনউদ্দিন চৌধুরী লিটন, মাসুদ খান ও শহীদুল ইসলাম।
সভায় দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, দ্রব্যমূল্যসহ জনজীবনের সমস্য ও সংকট নিয়ে আলোচনা হয়। নেতারা বলেন, জনগণের কাঁধে চেপে থাকা আওয়ামী দুঃশাসনের অবসান, চালসহ নিত্যপণ্যের লাগামহীন ঊর্ধ্বগতি, গ্যাস-বিদ্যুতের দফায় দফায় মূল্যবৃদ্ধির বিরুদ্ধে এবং গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠার দাবিতে আন্দোলন গড়ে তুলতে হবে।
মন্তব্য করুন