- রাজনীতি
- র্যাব হেফাজতে মৃত্যুর ঘটনায় বাম জোটের উদ্বেগ
র্যাব হেফাজতে মৃত্যুর ঘটনায় বাম জোটের উদ্বেগ

নওগাঁয় র্যাবের হেফাজতে সুলতানা জেসমিন নামের এক নারীর মৃত্যুতে গভীর উদ্বেগ জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট। সুষ্ঠু তদন্ত সাপেক্ষে এই ঘটনার জন্য দায়ীদের শাস্তির দাবিও জানিয়েছে।
বিচারবহির্ভূত হত্যা ও হেফাজতে মৃত্যু বন্ধে কার্যকর উদ্যোগ নিতে সরকারের প্রতি দাবি জানিয়ে নেতারা বলেছেন, বিচারবহির্ভূত হত্যা ও হেফাজতে মৃত্যু নাগরিকের সাংবিধানিক অধিকারের ওপর চরম আঘাত।
আজ মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচার বাসদ কার্যালয়ে বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সভায় এই দাবি জানানো হয়।
বাম জোটের সমন্বয়ক ও বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন জোটের কেন্দ্রীয় নেতা রুহিন হোসেন প্রিন্স, মিহির ঘোষ, রাজেকুজ্জামান রতন, অধ্যাপক আব্দুস সাত্তার, মাসুদ রানা, শহীদুল ইসলাম সবুজ, রুবেল সিকদার, তাসলিমা আক্তার বিউটি ও তৈমুর খান অপু।
সভা থেকে র্যাবের হেফাজতে মৃত্যুর ঘটনার প্রতিবাদে আগামী বৃহস্পতিবার বিকেল ৪টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ ও মিছিলে কর্মসূচি ঘোষণা করা হয়।
সভার প্রস্তাবে সরকারি হাসপাতালে বেসরকারি চিকিৎসা চালুর সরকারি সিদ্ধান্তে উদ্বেগ জানিয়ে বলা হয়, এটা নাগরিকের স্বাস্থ্য ও চিকিৎসার দায়িত্ব রাষ্ট্র ও সরকার অস্বীকার করে চিকিৎসাব্যবস্থার বেসরকারিকরণ করতে চাওয়ারই ইঙ্গিত বহন করছে। সরকারি হাসপাতালে বেসরকারি চিকিৎসা চালু না করে সরকারি ব্যবস্থাপনায়ই সরকারি হাসপাতালে দুই শিফটে চিকিৎসা দেয়ার দাবি জানাই।
অপর প্রস্তাবে দ্রব্যমূল্যের ক্রমবর্ধমান ঊর্ধ্বগতি রোধ, কার্ডের সংখ্যা ও পণ্যের পরিমাণ বাড়িয়ে অনিয়ম-স্বজনপ্রীতিমুক্তভাবে স্বল্পমূল্যে পণ্য সরবরাহ এবং গ্রাম-শহরে রেশনিং ও ন্যায্যমূল্যের দোকান চালুর দাবি জানানো হয়।
মন্তব্য করুন