রমজানের শুরু থেকেই দুস্থ মানুষের মধ্যে ইফতার ও সেহরির সামগ্রী দিচ্ছেন নেতাকর্মীরা। কোনো পরিবার ইফতারি ও সেহরি জোগাতে অসমর্থ হলে পরিচয় গোপন রেখে সহায়তা করছেন তাঁরা। প্রতিদিন বিকেলে ও মধ্যরাতে এসব খাবার বিতরণ করছেন আলমডাঙ্গা সরকারি কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা।

গত সোমবার বিকেলে আলমডাঙ্গা রেলওয়ে স্টেশন, শহরের স্বাধীনতা স্তম্ভ, লালব্রিজ, আনন্দধাম রোডসহ বিভিন্ন এলাকার অসচ্ছল ব্যক্তিদের মধ্যে ইফতারসামগ্রী বিতরণ করা হয়। এতে নেতৃত্ব দেন কলেজ ছাত্রলীগ নেতা হৃদয় আহমেদ টিটন। তিনি বলেন, আমাদের সংগঠনের বিভিন্ন মানবিক কার্যক্রম নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই এমন উদ্যোগ। মানবিক কার্যক্রমের অংশ হিসেবে পাঁচ শতাধিক অসহায়, দুস্থ ও শ্রমজীবী মানুষের মধ্যে ইফতারসামগ্রী বিতরণ করা হয়েছে।

বিষয়টি নিয়ে কথা হয় আলমডাঙ্গা সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি আশরাফুল ইসলামের সঙ্গে। তিনি বলেন, অল্প মানুষের জন্য হলেও ইফতারসামগ্রী বিতরণের কাজটি করছি। কারণ অনেকেই আছেন যাঁরা কাজের কারণে বাসায় ইফতার করতে পারেন না। হয়তো তেমন কিছু খাওয়াও সম্ভব হয়ে ওঠে না। রমজান মাসজুড়ে এ কার্যক্রম চলবে।

এ সময় উপস্থিত ছিলেন কলেজ ছাত্রলীগ নেতা সাগর, সাব্বির, মিলু, সাইফ, জয়, জীবন, ইভান, নয়ন, রিদান, ফাহিম, শিশির, আতিক, আশিক, মাসুম প্রমুখ।