- রাজনীতি
- নির্যাতিত সেই বাবা-ছেলের বাসায় ফরিদপুর জেলা প্রশাসক
নির্যাতিত সেই বাবা-ছেলের বাসায় ফরিদপুর জেলা প্রশাসক

নির্যাতনের শিকার পরিবারের খোঁজ নেন জেলা প্রশাসক। ছবি: সমকাল
ফরিদপুরের মধুখালী উপজেলায় স্কুলের শ্রেণিকক্ষে আটকে এক কিশোর ও তার বাবাকে নির্যাতনের ঘটনা ঘটে। শনিবার বিকেলে নির্যাতনের শিকার বাবা-ছেলের খোঁজ নিতে উপজেলার রায়পুর ইউনিয়নের মাঝকান্দিতে তাদের বাসায় যান জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার।
এসময় জেলা প্রশাসকের পক্ষ থেকে ইয়ামিন মৃধা ও তার পরিবারকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। একই সঙ্গে ২০ হাজার টাকা ও চাল, ডাল, তেল, লবণসহ ফলমূল উপহার দেওয়া হয়। এছাড়া আশ্রয়ণ প্রকল্পে দুই শতাংশ জমিসহ ঘর প্রদানের নির্দেশ দেন জেলা প্রশাসক।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইয়াছিন কবীর, মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশিকুর রহমান চৌধুরী, স্থানীয় জাহাপুর ইউপি চেয়ারম্যান মো. সামছুল আলম বাচ্চু, রায়পুর ইউপি চেয়ারম্যান মো. জাকির হোসেন মিয়া প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।
১৭ মার্চ উপজেলার জাহাপুর ইউনিয়নের আড়ুয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি শ্রেণিকক্ষে আটকে ইয়ামিন মৃধা (৪০) ও তার ছেলে রাজন মৃধাকে (১৫) নির্যাতন করা হয়। পরে নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে নিন্দার ঝড় উঠে। এ ঘটনায় দায়ের করা মামলায় চারজনকে গ্রেপ্তার করা হয়। তবে এ ঘটনার মূল হোতা স্কুল শিক্ষিকা ইশরাত জাহান লিপি ও তার সহযোগী রুমা বেগমকে এখনও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করা হলেও তিনি জামিন পেয়েছেন।
অপরদিকে নির্যাতনের শিকার রাজন ঘটনার পর মিথ্যা মামলায় কিশোর সংশোধনাগারে রয়েছে।
মন্তব্য করুন