ফরিদপুরের প্রবীণ শিক্ষক ও সাংবাদিক জগদীশ চন্দ্র ঘোষের (তারাপদ স্যার) দ্বিতীয় মৃত্যুবার্ষিকী রোববার। ৯৩ বছর বয়সে ২০২১ সালের এই দিনে তিনি মারা যান।

তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষে রোববার সন্ধ্যা ৭টায় ফরিদপুর প্রেস ক্লাবের উদ্যোগে স্মরণসভার আয়োজন করা হয়েছে। এ ছাড়া পরিবারের পক্ষ থেকে বাড়িতে পূজা-অর্চনা, গীতাপাঠ এবং দুপুরে স্থানীয় রামকৃষ্ণ মিশন আশ্রমে আয়োজন করা হয়েছে বিভিন্ন সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানের।

ফরিদপুরবাসীর বাতিঘর তারাপদ স্যার বর্ণাঢ্য জীবনের অধিকারী ছিলেন। শিক্ষকতা ও সাংবাদিকতার পাশাপাশি বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক আন্দোলন-সংগ্রামে নেপথ্য অভিভাবকের ভূমিকা পালন করেছেন। ১৯৭১ সালের ২ মে পাকিস্তানি বাহিনীর হত্যাযজ্ঞের শিকার হয় তাঁর পরিবার। ওই দিন তাঁর বাবা যোগেশ চন্দ্র ঘোষ, ভাই গৌর গোপাল ঘোষ, কাকাতো ভাই বাবলু ঘোষ গণহত্যার শিকার হন।

জগদীশ চন্দ্র ঘোষ দীর্ঘ ৪০ বছর দ্য বাংলাদেশ অবজারভার পত্রিকার জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০০৩ সালে সাংবাদিক সমিতি ফরিদপুর জেলা ইউনিটের ‘শহীদ সাংবাদিক সামসুর রহমান স্বর্ণপদক’ লাভ করেন। ২০১৩ সালে তাঁকে দৈনিক সমকালের পক্ষ থেকে ‘সাংবাদিক গৌতম স্মৃতি পদক’ প্রদান করা হয়।