অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের প্রথম নির্বাচিত মেয়র ও বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর মোহাম্মদ হানিফের ৭৯তম জন্মবার্ষিকী শনিবার পালিত হয়েছে।

দিনটি উপলক্ষে এদিন মেয়র মোহাম্মদ হানিফ মেমোরিয়াল ফাউন্ডেশনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের উদ্যোগে আজিমপুর কবরস্থানে মরহুমের কবর জিয়ারত, শ্রদ্ধা নিবেদন, দোয়া মাহফিল এবং দুস্থ ও সুবিধাবঞ্চিত পরিবারের মধ্যে খাবার বিতরণ করা হয়।

এ সময় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকনসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।