- রাজনীতি
- বঙ্গবন্ধুর ডাকে মুক্তিযুদ্ধ করা আমাদের সৌভাগ্য: ফিরোজ রশিদ
বঙ্গবন্ধুর ডাকে মুক্তিযুদ্ধ করা আমাদের সৌভাগ্য: ফিরোজ রশিদ

শনিবার ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের এক অনুষ্ঠানে বক্তব্য দেন সংসদ সদস্য কাজী ফিরোজ রশিদ।
জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশিদ এমপি বলেছেন, বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে দেশ স্বাধীন করেছি। এটি আমাদের সৌভাগ্য।
গতকাল শনিবার রাজধানীর ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নিজ নামে ‘বীর মুক্তিযোদ্ধা কাজী ফিরোজ রশিদ’ মিলনায়তনের উদ্বোধন অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করে তিনি এ কথা বলেন।
ফিরোজ রশিদ বলেন, বীর মুক্তিযোদ্ধারা আমাদের সূর্যসন্তান। মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের ইতিহাসকে স্মরণীয় করে রাখতে সব মুক্তিযোদ্ধার নামে দেশে রাস্তাঘাট করা হবে। এ বিষয়ে একটি আইন সংসদে পাসের অপেক্ষায় রয়েছে।
প্রধান অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আখতারুজ্জামান বলেন, ন্যাশনাল হাসপাতাল বিগত দিনে যেভাবে সুনামের সঙ্গে মানুষকে স্বল্পমূল্যে চিকিৎসা সেবা দিয়ে গেছে, আগামীতেও সেভাবে সেবা দিয়ে স্মার্ট বাংলাদেশ গড়ার অংশীদার হবে।
ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও হাসপাতাল গভর্নিং বোর্ডের সদস্য গাজী সরোয়ার হোসেন বাবু বলেন, এই হাসপাতালের প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার তীক্ষ্ণ দৃষ্টি আছে। এ কারণে তিনি হাসপাতালটির বরাদ্দ বাড়িয়ে সেবার মান আরও ভালো করার সুযোগ করে দিয়েছেন। এই হাসপাতালের স্বাস্থ্যসেবা আরও উন্নত করার জন্য কাজ করব।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ অধ্যাপক ডা. শামসুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. ইফফাত আরা, ঢাকা বিশ্ববিদ্যালয় চিকিৎসা অনুষদের ডিন ডা. শাহরিয়ার নবী। এ ছাড়া ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্যানেল মেয়র শহিদুল্লাহ মিনু, ৪২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হাজী সেলিম, ডা. মাকসুদুল আলমসহ গভর্নিং বডির অন্য সদস্য এবং ন্যাশনাল মেডিকেল কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন