বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) আগামী শনিবার দেশব্যাপী বিক্ষোভ করবে। আবারও সারের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এ কর্মসূচি পালিত হবে।

গতকাল বুধবার রাজধানীর পুরানা পল্টনের দলের কেন্দ্রীয় কার্যালয়ে সিপিবির প্রেসিডিয়াম সভা থেকে এ কর্মসূচি ঘোষণা করা হয়।

দলের সভাপতি মোহাম্মদ শাহ আলমের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, সহসাধারণ সম্পাদক মিহির ঘোষ, প্রেসিডিয়াম সদস্য শাহিন রহমান, এ এন রাশেদা প্রমুখ।

সভায় জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলা হয়, গণআন্দোলন এবং গণসংগ্রামের মধ্য দিয়ে সুষ্ঠু নির্বাচনের দাবি আদায় করতে হবে। একই সঙ্গে সাম্রাজ্যবাদী ও আধিপত্যবাদী অপশক্তির তৎপরতা রুখে দাঁড়াতে হবে।