- রাজনীতি
- স্বেচ্ছাসেবক দলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
স্বেচ্ছাসেবক দলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। আজ বৃহস্পতিবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশক্রমে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কমিটি অনুমোদন করেন।
বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
উল্লেখ্য, ইতোপূর্বে এস এম জিলানীকে সভাপতি এবং রাজিব আহসানকে সাধারণ সম্পাদক করে আংশিক কমিটি ঘোষণা করা হয়েছিল। ঘোষিত আংশিক কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও অন্যান্য নেতাসহ ২৫১ সদস্যের মধ্যে ২১৫ সদস্যের নাম ঘোষণা করা হয়েছে। বিভাগীয় পদসহ বাকি পদ পরবর্তী সময়ে ঘোষণা করা হবে।
মন্তব্য করুন