- রাজনীতি
- বাংলাদেশকে যুদ্ধজোটে যুক্ত না হওয়ার আহ্বান বাম জোটের
বাংলাদেশকে যুদ্ধজোটে যুক্ত না হওয়ার আহ্বান বাম জোটের

কৌশলগত অংশীদারত্বের নামে কোনো যুদ্ধজোটে যুক্ত না হওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট।
শনিবার বাম গণতান্ত্রিক জোট কেন্দ্রীয় পরিচালনা পরিষদের এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয়।
এতে বলা হয়, ক্ষমতায় থাকার জন্য সাম্রাজ্যবাদের কাছে নতিস্বীকার করে সরকার যুদ্ধজোটে যুক্ত হওয়ার অপচেষ্টা চালাচ্ছে। এর বিরুদ্ধে সব বাম-প্রগতিশীল, দেশপ্রেমিক ও গণতন্ত্রপ্রিয় দল, ব্যক্তি ও গোষ্ঠীকে ঐক্যবদ্ধ প্রতিবাদ-প্রতিরোধ আন্দোলন গড়ে তুলতে হবে।
এতে আরও বলা হয়, ভৌগোলিক দিক থেকে বাংলাদেশের গুরুত্ব সাম্রাজ্যবাদীদের কাছে অপরিসীম। সে জন্য যুক্তরাষ্ট্রের নেতৃত্বে গড়ে ওঠা আইপিএস এবং কোয়াডে যোগ দিতে ক্রমাগত চাপ দেওয়া হচ্ছে। এমন প্রেক্ষাপটে সম্প্রতি বাংলাদেশ সরকার ১৫ দফা আইপিএস রূপরেখা ঘোষণা করেছে। বাংলাদেশের জনগণের ইচ্ছার বিরুদ্ধে যে কোনো সাম্রাজ্যবাদী যুদ্ধ জোটে যোগদান হবে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের জন্য হুমকিস্বরূপ। এটা সংবিধান বর্ণিত জোট নিরপেক্ষ পররাষ্ট্রনীতিরও চরম লঙ্ঘন।
বিবৃতিতে স্বাক্ষর করেছেন বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ও বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ, সিপিবি সভাপতি মোহাম্মদ শাহ আলম, সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবীর জাহিদ, বাসদের (মার্কসবাদী) সমন্বয়ক মাসুদ রানা, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু ও সমাজতান্ত্রিক পার্টির সভাপতি হামিদুল হক।
মন্তব্য করুন