বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে আওয়ামী লীগ অপপ্রচার করছে বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

তিনি বলেন, খালেদা জিয়া লিভার সংক্রান্ত জটিলতা আছে, হৃদরোগের জটিলতা আছে, তার আর্থ্রাইটিস, ডায়াবেটিস ও কিডনি জটিলতা আছে। এরপরও যদি ক্ষমতাসীন দলের মন্ত্রীরা তাকে নিয়ে অপপ্রচার চালায় তার মানে তারা আবারও কোনো গভীর চক্রান্ত করছেন। এ চক্রান্তের মধ্য দিয়ে তারা খালেদা জিয়াকে আবারও কারাগারে নিতে পারে কি-না, সেটা চিন্তা করতে হবে।

মঙ্গলবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন। 

মির্জা ফখরুল বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেশ কিছুদিন ধরে অসুস্থ। তিনি খুব জটিল কিছু রোগে ভুগছেন। তার উন্নত চিকিৎসা পাওয়া একটা মৌলিক অধিকার। এজন্য চিকিৎসকরা বলেছেন, তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো দরকার। বাংলাদেশে তার সেই উন্নত চিকিৎসা সম্ভব নয়। কিন্তু এখন পর্যন্ত সরকার সে বিষয়ে কোনো কর্ণপাত করেনি। অপপ্রচার কথা-বার্তা বলে অমানবিক আচরণ করছে। তারা খালেদা জিয়ার সঙ্গে ও জনগণের সঙ্গে একটা তামাশা করছে।

এদিকে এক বিবৃতিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বর্তমান ক্ষমতাসীন সরকারকে বেআইনি কর্মকাণ্ড থেকে বারবার সরে আসার আহ্বান জানালেও সরকার তাতে কর্ণপাত করছে না। উল্টো সরকার বেপরোয়া ও হিংস্র হয়ে উঠেছে।

সরকারের উদ্দেশে তিনি বলেন, গণতন্ত্রকে অবরুদ্ধ করে একটা স্বাধীন দেশে অবৈধভাবে দীর্ঘ সময় শাসন করা যাবে না। অনৈতিক কর্মকাণ্ড ও ভয়াবহ দুঃশাসনের কারণে ইমেজ সংকটে নিপতিত বর্তমান সরকারের ফ্যাসিবাদী আচরণ তাদের ক্রমেই আরও জনবিচ্ছিন্ন করে তুলছে। সরকার এ সত্যটি যত দ্রুত অনুধাবন করতে সক্ষম হবে, তাদের জন্য সেটিই হবে মঙ্গল।