খুলনার দৌলতপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদেরকে বিএনপির কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুলের উদ্যোগে সহায়তা দেওয়া হয়েছে।

তিনি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী। তার পক্ষে আজ রোববার ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারের সদস্যদের হাতে নগদ ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তা তুলে দেন খুলনা মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুল আলম মনা এবং খুলনা মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন।

শনিবার রাতে খুলনা মহানগরীর দৌলতপুর থানার শান্তিনগর এলাকায় অগ্নিকাণ্ডে ৮টি বাড়ি সম্পূর্ণ পুড়ে যায়।

শফিকুল আলম মনা বলেন, অগ্নিকাণ্ডের খবর শুনেই ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর জন্য তাৎক্ষণিকভাবে রকিবুল ইসলাম বকুল আর্থিক সহায়তা দিয়েছেন। 

খুলনা মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন বলেন, অগ্নিকাণ্ডে সম্বলহীন অসহায় এই পরিবারগুলোর জন্য সবাইকে এগিয়ে আসতে হবে। 

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, খুলনা মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক বদরুল আনাম খান, আহ্বায়ক কমিটির সদস্য মুরশিদ কামাল ও শেখ ইমাম হোসেন, আড়ংঘাটা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মতলুবুর রহমান মিতুল, খুলনা মহানগর যুবদলের সিনিয়র সহসভাপতি কাজী নেহিবুল হাসান নেহিম, খুলনা মহানগর জাসাসের আহ্বায়ক ইঞ্জি. নুর ইসলাম বাচ্চু, বিএনপি নেতা শেখ বেলায়েত হোসেন প্রমুখ।