নরসিংদীর বেলাবোতে বাউলদের আখড়ায় হামলার নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে ১৫টি জাতীয় ভিত্তিক সাংস্কৃতিক ফেডারেশন। বিবৃতিতে অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

আজ মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো সম্মিলিত সাংস্কৃতিক জোটের প্রচার সম্পাদক মীর মাসরুর জামান রনি স্বাক্ষরিত বিবৃতিতে এ নিন্দা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, গত রোববার বিকেল ৪টায় সাধুসঙ্গে যখন গান বাজনা চলছিল ঠিক সেসময় এলাকার চিহ্নিত সন্ত্রাস শাহীন শেখ, জাহাঙ্গীর শেখ, শরীফ শেখসহ বেশ কয়েকজন দুষ্কৃতকারী অতর্কিতভাবে আখড়ায় হামলা চালিয়ে বাউলদের বাদ্যযন্ত্র ভাঙচুর এবং বেশ কয়েকজনকে আহত করে। বিবৃতিতে হামলাকারীদের শাস্তি ও গ্রেপ্তার নিশ্চিত করা না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়।

বিবৃতিদাতা সংগঠনগুলো হলো- সম্মিলিত সাংস্কৃতিক জোট, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশান, জাতীয় কবিতা পরিষদ, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ, বাংলাদেশ পথনাটক পরিষদ, বাংলাদেশ গণসঙ্গীত সমন্বয় পরিষদ, বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা, বাংলাদেশ চারুশিল্পী সংসদ, বাংলাদেশ সঙ্গীত সংগঠন সমন্বয় পরিষদ, বাংলাদেশ যাত্রা শিল্প উন্নয়ন পরিষদ, আইটিআই বাংলাদেশ কেন্দ্র, অভিনয় শিল্পী সংঘ, বাংলাদেশ গ্রাম থিয়েটার, বাংলাদেশ শিশু সংগঠন ঐক্যজোট ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট।