- রাজনীতি
- ‘বাজার সিন্ডিকেট’ হোতাদের দমন চাইলেন জাসদ নেতারা
‘বাজার সিন্ডিকেট’ হোতাদের দমন চাইলেন জাসদ নেতারা

মুক্তিযোদ্ধা আবদুস সাত্তার স্মরণসভা
দ্রব্যমূল্য বৃদ্ধি ঠেকাতে বাজার সিন্ডিকেটের হোতাদের দমনের আহ্বান জানিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) নেতারা। শনিবার নারায়ণগঞ্জে দলের কেন্দ্রীয় কমিটির সাবেক উপদেষ্টা ও জেলার সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুস সাত্তার স্মরণসভায় এ কথা বলেন তাঁরা। এ সময় নেতারা সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষায় যথাসময়ে নির্বাচন নিশ্চিতেরও আহ্বান জানান।
জাসদ নেতারা বলেন, নির্বাচিত সরকার উৎখাত করে দেশে অস্বাভাবিক সরকার প্রতিষ্ঠার চেষ্টা করছে বিএনপি-জামায়াতসহ সাম্প্রদায়িক অপশক্তি। তাঁরা আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বানচাল ও সাংবিধানিক ধারাবাহিকতা বাধাগ্রস্ত করার পাঁয়তারা করছেন।
নগরীর আলী আহম্মদ চুনকা নগর মিলনায়তনে অনুষ্ঠিত স্মরণসভায় সভাপতিত্ব করেন দলের কেন্দ্রীয় সহসভাপতি ও নারায়ণগঞ্জ জেলার সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহর আলী চৌধুরী। প্রধান অতিথি ছিলেন স্থায়ী কমিটির সদস্য ও কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক নইমুল আহসান জুয়েল।
প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আবদুস সাত্তার গণমানুষের নেতা উল্লেখ করে বক্তারা বলেন, তিনি মুক্তিযুদ্ধের প্রস্তুতি পর্বের সংগঠক। জীবনবাজি রেখে মুক্তিযুদ্ধে অংশ নেন। যুদ্ধপরবর্তী বাস্তবতায় নতুন রাজনৈতিক দল জাসদ গঠনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
তাঁরা আরও বলেন, সরকারের নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মিত হয়েছে। মহাকাশে স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়েছে, মেট্রোরেল চালু হয়েছে। নদীর তলদেশে ট্যানেল চালু হবে, নারায়ণগঞ্জের ছয় লেন বাইপাস সড়ক নির্মাণের কাজ চলছে। এরপরও অনেক অপূর্ণতা রয়েছে। অর্থনৈতিক বৈষম্য বেড়েছে, দুর্নীতি-লুটপাট নির্মূল করা যায়নি। দ্রব্যমূল্য বৃদ্ধি বাড়ছে। জনসাধারণকে না খেয়েও দিন কাটাতে হচ্ছে। তাই বাজার সিন্ডিকেটের হোতাদের দমন করে মানুষকে রেহাই দিতে হবে।
সভায় বিশেষ অতিথি ছিলেন জাসদ সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা সফি উদ্দিন মোল্লা, তথ্য ও গবেষণা সম্পাদক জুলফিকার মান্নান জামি, দপ্তর সম্পাদক সাজ্জাদ হোসেন, ছাত্রলীগের সাবেক সভাপতি আহসান হাবিব শামীম। বক্তব্য দেন নারায়ণগঞ্জ জেলা জাসদের সাধারণ সম্পাদক এ কে এম ইব্রাহিম, সহসভাপতি মোহম্মদ সৈয়দ হোসেন, সহসভাপতি মোহাম্মদ বাচ্চু, মহানগর জাসদের সাধারণ সম্পাদক শাহজাহান, আমরা নারায়ণগঞ্জবাসীর সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুদ্দীন আহমেদ ও প্রয়াত আবদুস সাত্তারের তিন ছেলে।
মন্তব্য করুন