- রাজনীতি
- বৃষ্টি উপেক্ষা করে বাড্ডায় জড়ো হচ্ছেন আ. লীগ নেতাকর্মীরা
বৃষ্টি উপেক্ষা করে বাড্ডায় জড়ো হচ্ছেন আ. লীগ নেতাকর্মীরা

সমাবেশস্থলে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা। ছবি-সমকাল
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ ওরফে চাঁদের প্রকাশ্যে হত্যার হুমকির প্রতিবাদে রাজধানীর বাড্ডায় ডাকা প্রতিবাদ ও বিক্ষোভ মিছিলে জড়ো হচ্ছেন আওয়ামী লীগ নেতাকর্মীরা।
শনিবার দুপুরের পর থেকে বৃষ্টি উপেক্ষা করেও জড়ো হতে শুরু করেন নেতাকর্মী। ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের উদ্যোগে মধ্য বাড্ডার লুৎফর টাওয়ারের সামনে এই প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এছাড়া বিশেষ অতিথি হিসেবে থাকবেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজমসহ অনেকেই। এ সমাবেশে সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান।
গত শুক্রবার সরকারের পদত্যাগ ও ১০ দফা দাবিতে রাজশাহীতে বিএনপির সমাবেশ হয়। ওই সমাবেশ থেকেই প্রধানমন্ত্রীকে কবরস্থানে পাঠানোর হুমকি দেন জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ।
মন্তব্য করুন