চলতি দায়িত্বে থাকা উপাচার্যের পদত্যাগ, নিয়মিত উপাচার্য নিয়োগ এবং পদোন্নতির দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ৮০ জন শিক্ষক।

রোববার সকাল থেকে উপাচার্যের কক্ষে অবস্থা নেন তাঁরা। রাত পৌনে ৮টা পর্যন্ত তাঁরা সেখানে অবস্থান করছিলেন।

আন্দোলনকারী শিক্ষকরা জানান, গত বছরের জুলাই থেকে চলতি দায়িত্বের উপাচার্য দিয়ে বিশ্ববিদ্যালয় পরিচালনা করা হচ্ছে। দীর্ঘদিন পেরিয়ে গেলেও নতুন উপাচার্য নিয়োগ না হওয়ায় তাঁরা পদোন্নতি থেকে বঞ্চিত হচ্ছেন। দ্রুত চলতি দায়িত্বের উপাচার্যের পদত্যাগ এবং নিয়মিত উপাচার্য নিয়োগ দিয়ে সমস্যার সমাধানের দাবি তাঁদের। তাঁরা ঘোষণা দেন, দাবি না মানা হলে অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন।

বিশ্ববিদ্যালয়ের মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক সারাফাত হোসেন অভি বলেন, প্রায় দেড় বছর ধরে যোগ্যতাসম্পন্ন হয়েও অনেক শিক্ষকের পদোন্নতি আটকে আছে। চলতি দায়িত্বে থাকা উপাচার্যকে অসংখ্যবার বলার পরও তিনি কোনো পদক্ষেপ নিচ্ছেন না।

এ বিষয়ে উপাচার্য (চলতি দায়িত্ব) অধ্যাপক সাজ্জাদ হোসেন বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের একজন উপসচিবের সঙ্গে আমার কথা হয়েছে। তিনি জানিয়েছেন, চলতি দায়িত্বের উপাচার্যের পদোন্নতি দেওয়ার ক্ষমতা নেই। তাই নতুন উপাচার্য নিয়োগ না হওয়া পর্যন্ত শিক্ষকদের পদোন্নতি দেওয়া সম্ভব নয়।