আসন্ন জাতীয় বাজেট সামনে রেখে দুর্নীতি ও বৈষম্যমুক্ত গণতান্ত্রিক সমাজ গড়াসহ ১৪ দফা দাবি তুলে ধরেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। মঙ্গলবার রাজধানীর পুরানা পল্টনের দলের কেন্দ্রীয় কার্যালয়ের মৈত্রী মিলনায়তনে সংবাদ সম্মেলনে এ দাবি তুলে ধরা হয়।

জাতীয় বাজেট ২০২৩-২০২৪ বিষয়ে দলীয় বক্তব্য তুলে ধরতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স। 

বাজেট বিষয়ে মূল বক্তব্য উপস্থাপন করেন সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যাপক এম এম আকাশ। উপস্থিত ছিলেন সিপিবির সভাপতি মোহাম্মদ শাহ আলম, সহসাধারণ সম্পাদক মিহির ঘোষ, প্রেসিডিয়াম সদস্য শাহীন রহমান ও অধ্যাপক এ এন রাশেদা।