- রাজনীতি
- ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে কেউ পরাস্ত করতে পারে না: আফজাল হোসেন
ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে কেউ পরাস্ত করতে পারে না: আফজাল হোসেন

মঙ্গলবার আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন পটুয়াখালী সদর উপজেলায় জনসংযোগ করেন।
‘বিএনপি-জামায়াত শান্তি বিনষ্টের চেষ্টা করছে। সকলকে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে একতাবদ্ধ থাকতে হবে। ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে কেউ পরাস্ত করতে পারে না।’
আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন পটুয়াখালী সদর উপজেলায় জনসংযোগকালে সোমবার এ কথা বলেন।
তিনি বলেন, ‘পটুয়াখালীর জন্য বঙ্গবন্ধুকন্যা যা করেছেন অতীতের কোনো সরকার তা করেনি। সরকারের নানাবিধ উন্নয়ন কর্মকাণ্ডে এ এলাকার জীবনযাত্রা পাল্টে গেছে। দক্ষিণাঞ্চল এখন আর অবহেলিত নয়।’
আফজাল হোসেন বলেন, ‘অগ্নিসন্ত্রাসী বিএনপি সাংবিধানিক ধারাবাহিকতা নষ্ট করতে চায়। তাদের সকল অপতৎপরতাকে ঐক্যবদ্ধভাবে রুখে দিয়ে গণতান্ত্রিক অভিযাত্রাকে এগিয়ে নিতে হবে।’
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লোহালিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কবির হোসেন তালুকদার, যুবলীগ সভাপতি অ্যাডভোকেট শহীদুল ইসলাম, সাধারণ সম্পাদক সৈয়দ সোহেন, কৃষক লীগের সাধারণ সম্পাদক সরদার সোহরাব হোসেন, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাহানুর হক, ভুরিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রুবেল আহমেদ, লোহালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউসুফ খান, কমলাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাজ্জাক হাওলাদার, ভুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাওলানা বজলু মাঝি, কমলাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ইব্রাহিম খানসহ অঙ্গ সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ।
মন্তব্য করুন