- রাজনীতি
- এটি মেগা সরকারের মেগা বাজেট: সাদ্দাম হোসেন
এটি মেগা সরকারের মেগা বাজেট: সাদ্দাম হোসেন

টিএসসির রাজু ভাস্কর্যে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দিচ্ছেন ছাত্রলীগের সভাপতি। ছবি-সমকাল
ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন বলেছেন, আজকের বাজেটটি মেগা সরকারের একটি মেগা বাজেট। স্মার্ট বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নের গ্রিন প্রজেক্ট হলো শেখ হাসিনা সরকারের এই বাজেট। কল্যাণরাষ্ট্র করার অন্যতম এই বাজেট। এটি স্মার্ট বাংলাদেশ করার পর প্রথম গণমুখী বাজেট।
বৃহস্পতিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসির সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যে এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ কথা বলেন।
এর আগে ২০২৩-২৪ অর্থবছরের ঘোষিত বাজেটকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে বাংলাদেশ ছাত্রলীগ। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিন থেকে মিছিলটি শুরু হয়ে টিএসসির সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের সঞ্চালনায় ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন ও ঢাবি ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন বক্তব্য দেন।
ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি বলেন, যতই ষড়যন্ত্র করার চেষ্টা করা হোক, যতই বাইরে থেকে প্রেসক্রিপশন নিয়ে আসা হোক। আমরাই নির্ধারণ করব বাংলাদেশের ভাগ্য। বাংলাদেশের জনগণ তরুণ প্রজন্মই নির্ধারণ করবে বাংলাদেশের ভাগ্য। আর আমাদের একমাত্র রায় হচ্ছে শেখ হাসিনা। আগামী নির্বাচনে ব্যালট বিপ্লবের মধ্য দিয়ে আমরা সেটি প্রমাণ করব।
তিনি আরও বলেন, বাজেটের মাধ্যমে একটি রাজনৈতিক দলের বা সরকারের অঙ্গীকার, লক্ষ্য, ভিশন ও মিশন প্রতিধ্বনিত হয়। বাজেট একই সঙ্গে রাজনৈতিক ও অর্থনৈতিক দলিল। বাজেটে যেন গণমানুষের প্রতিনিধিত্ব, তৃণমূলের অংশীদারিত্ব নিশ্চিত হয়। এটি যেন অন্তুর্ভূক্তিমূলক ও সবার প্রত্যাশা যেন গৃহীত হয়, এটির একটি চ্যালেঞ্জ থাকে। আমরা মনে করি বাজেটে চ্যালেঞ্জের প্রত্যেক সূচকে শেখ হাসিনার সরকার সাফল্যের পরিচয় দিয়েছে। সেজন্য আমরা বাংলার ছাত্রসমাজের পক্ষ থেকে দেশরত্ন শেখ হাসিনাকে অভিনন্দন জানাই।
মাজহারুল কবির শয়ন বলেন, আজকে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে একটি গণমুখী, শিক্ষার্থী বান্ধব, কৃষক বান্ধব, জনবান্ধব একটি বাজেট পাস হয়েছে। আজকের বাজেটটি রেকর্ড ভাঙা বাজেট। গণমুখী, শিক্ষাবান্ধব বাজেটের জন্য সারা বাংলার ছাত্র সমাজের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানাই।
এটি আওয়ামী লীগ সরকারের ২৩ তম ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের টানা তৃতীয় মেয়াদের শেষ বাজেট। একইসঙ্গে এটি বাংলাদেশের ৫২ তম বাজেট ও অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামালের পঞ্চম বাজেট ঘোষণা।
মন্তব্য করুন