- রাজনীতি
- অছাত্রদের হল থেকে বের করার দাবিতে ২ দিন ধরে মাঠে অবস্থান শিক্ষার্থীর
জাবি
অছাত্রদের হল থেকে বের করার দাবিতে ২ দিন ধরে মাঠে অবস্থান শিক্ষার্থীর

বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে দুই দিন ধরে অবস্থান কর্মসূচি পালন করছেন সামিউল ইসলাম প্রত্যয়
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল থেকে অছাত্রদের বের করাসহ তিন দফা দাবিতে বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে দুই দিন ধরে অবস্থান কর্মসূচি পালন করছেন সামিউল ইসলাম প্রত্যয় নামের এক শিক্ষার্থী। বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হলের সামনের খেলার মাঠে অবস্থান নেন তিনি।
প্রত্যয় বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের তৃতীয় বর্ষের (৪৯তম ব্যাচের) ও মীর মশাররফ হোসেন হলের আবাসিক ছাত্র।
তার অন্য দাবিগুলো হলো- বিশ্ববিদ্যালয়ের আবসিক হলে গণরুম বিলুপ্ত করা ও হলের মিনি গণরুমে অবস্থান করা বৈধ ছাত্রদের আসন নিশ্চিত করা।
অনশনকারী শিক্ষার্থী সামিউল ইসলাম প্রত্যয় বলেন, আমি গত বুধবার (৩১ মে) সন্ধ্যা থেকে এখানে অবস্থান করছি। আমার দাবি আদায় না হওয়া পর্যন্ত আমি আমরা অবস্থান কর্মসূচি চালিয়ে যাবো। হল প্রশাসন থেকে আসছিলেন তারা আমাকে আশ্বাস দিয়েছেন, তবে আমি দাবিগুলো বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমার অবস্থান কর্মসূচি চালিয়ে যাব।
বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হলের ওয়ার্ডেন অধ্যাপক সাব্বির আলম বলেন, আমি গতকাল ওই শিক্ষার্থীর সাথে দু'বার দেখা করেছি। তাকে হল প্রশাসন থেকে আসন ব্যবস্থা করে দেওয়া হয়েছে। তার অন্য দাবিগুলোও মেনে নেওয়ার আশ্বাস দিয়েছি। এমনকি সে যদি মুখের কথায় বিশ্বাস না করে, তাহলে লিখিত দেব বলেছি। তবে সবগুলো দাবি বাস্তবায়নের জন্য সময় চেয়েছি। তার রুমমেট অছাত্র তাকেও হল থেকে বের করে দিতে চেয়েছি। কিন্তু সে তার সব দাবি মেনে নিতে আমাদেরকে সময় দিতেও রাজি হচ্ছে না।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হলের প্রধ্যক্ষ অধ্যাপক মো.ওবায়দুর রহমান বলেন, আমি তাকে আসনের ব্যবস্থা করে দিয়েছি। গণরুম বিলুপ্ত এবং তার বাকি যেসব দাবি রয়েছে তা বাস্তবায়নের জন্য সময় প্রয়োজন। সে আমাদের সময় দিতে ইচ্ছুক না।
তিনি আরও বলেন, হলের সব শিক্ষার্থী এবং গণমাধ্যম কর্মীরাও সাক্ষী তার সাথে বারবার যোগাযোগ করে তার দাবি মেনে নিতে চেয়েছি। তারপরও সে ওখানে বসে আছে।
মন্তব্য করুন