- রাজনীতি
- দেশ চালাচ্ছে আওয়ামী লীগ প্লাস: জি এম কাদের
দেশ চালাচ্ছে আওয়ামী লীগ প্লাস: জি এম কাদের

ফাইল ছবি
জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের বলেছেন, বাকশালের আদলে দেশ চালাচ্ছে 'আওয়ামী লীগ প্লাস'। আওয়ামী লীগ, প্রশাসন, পুলিশ সবাই এরমধ্যে রয়েছেন।
রোববার জাপা চেয়ারম্যানের বনানী কার্যালয়ে সংবাদকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
জি এম কাদের বলেন, কয়েক দিন আগে আওয়ামী লীগের এক নেতা যেভাবে প্রধান বিচারপতিকে সরিয়ে দেওয়ার কথা বলেছেন, তাতে মনে হচ্ছে বিচার বিভাগও তাদের অন্তর্ভুক্ত করার চেষ্টা চলছে।
তিনি বলেন, মনে হচ্ছে, নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন এবং পাবলিক সার্ভিস কমিশনও তাদের সদস্য হয়েছে। এতে দেশের মানুষের জন্য কারও স্বাধীনভাবে কাজ করার কোনো ক্ষমতা নেই।
জাপা চেয়ারম্যান বলেন, এমন বাস্তবতায় মানুষের ভোটাধিকার নিশ্চিত করা, মেধার ভিত্তিতে চাকরি পাওয়া কিংবা মানবাধিকার রক্ষায় কাজ করা অসম্ভব হয়ে পড়েছে।
বর্তমান সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব কিনা জানতে চাইলে জি এম কাদের বলেন, যখন সবকিছু দলের নেতাদের নিয়ন্ত্রণে, সেখানে সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে না। তাদের ইচ্ছার বিরুদ্ধে নির্বাচনে ফলাফল অসম্ভব এবং তারা কখনও পরাজিত হতে চাইবে না।
তিনি আরও বলেন, আমেরিকার ভিসানীতি সুষ্ঠু নির্বাচনের জন্য সহায়ক হবে। যারা এই নীতি ঘোষণা করেছেন তারা কতটা কার্যকর করেন তার ওপর সবকিছু নির্ভর করবে।
/এমএইচটি/
মন্তব্য করুন