- রাজনীতি
- বরিশালকে মেগা সিটি করার প্রতিশ্রুতি জাপা প্রার্থী তাপসের
বরিশালকে মেগা সিটি করার প্রতিশ্রুতি জাপা প্রার্থী তাপসের
৩০ খাতে উন্নয়নের প্রতিশ্রুতি

নির্দিষ্ট ৩০টি খাতে উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় পার্টির (জাপা) মেয়র প্রার্থী ইকবাল হোসেন তাপস। ইশতেহারে তিনি বরিশালকে একটি মেগা সিটিতে পরিণত করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।
রোববার বরিশাল ক্লাবের অমৃত লাল দে মিলনায়তনে তিনি ইশতেহার ঘোষণা করেন।
নির্বাচনী ইশতেহারে তাপস নগরীকে উৎপাদনমুখী মেগা সিটিতে পরিণত করা, প্রশস্ত রাস্তা নির্মাণ, ঐতিহ্যবাহী খালসমূহ খনন ও সংস্কার করে পুনরুদ্ধার, শহর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, পানি নিষ্কাশন ব্যবস্থা আধুনিকীকরণ ও বিশুদ্ধ পানি সরবরাহের কথা বলেছেন।
নগরবাসীর স্বাস্থ্যসেবা নিশ্চিতে তিনি ইশতেহারে প্রত্যেক ওয়ার্ডে কম খরচে/ফ্রি চিকিৎসা সেবা কেন্দ্র স্থাপন, মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রতিষ্ঠা এবং মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনায় আধুনিকায়নের প্রতিশ্রুতি দিয়েছেন।
এ ছাড়া ইশতেহারে নগরীকে সবুজায়ন করার প্রকল্প গ্রহণ, বয়স্ক নাগরিকদের অগ্রাধিকারভিত্তিক সুযোগ-সুবিধা ও সেবা চালু, সকল প্রকার নাগরিক সুবিধা প্রদান, অনুন্নত কলোনি বা বাস্তুহারাদের সকল প্রকার নাগরিক সুবিধার আওতায় আনার অঙ্গীকারও করেছেন তাপস।
ইশতেহার ঘোষণার পর সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে জাপা প্রার্থী বলেন, বরিশাল সিটি নির্বাচনে এখনও লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়নি। সরকারি দলের প্রার্থীর অসংখ্য নির্বাচনী কার্যালয় স্থাপন হয়েছে। তারা মোটরসাইকেল মহড়া দিয়ে ভীতিকর অবস্থা তৈরি করেছে। প্রশাসন সব প্রার্থীর সঙ্গে সঙ্গে সমান আচরণ করছে না।
ইশতেহার ঘোষণার সময় জাপা চেয়ারম্যানের উপদেষ্টা অধ্যক্ষ মহসিন উল ইসলাম হাবুল ও মেয়র প্রার্থীর সহধর্মিণী ইসমত আরা ইকবাল টুপুসহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন