- রাজনীতি
- পাঠাগার ব্যবস্থাও ধ্বংস করেছে সরকার: মির্জা ফখরুল
জিয়া স্মৃতি পাঠাগার উদ্বোধন
পাঠাগার ব্যবস্থাও ধ্বংস করেছে সরকার: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর (ফাইল ফটো)
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বর্তমান সরকার পাঠাগার ব্যবস্থাকে ধ্বংস করেছে। আগে প্রতিটি জেলায় সরকারিভাবে পাঠাগার নির্মাণ করা হতো এবং বইপত্র বরাদ্দ দেওয়া হতো। এখন সব বন্ধ হয়ে গেছে। শিক্ষাব্যবস্থা ধ্বংসের সঙ্গে সরকার এগুলোকেও শেষ করেছে। ভবিষ্যৎ প্রজন্মকে চিন্তাচেতনায় পিছিয়ে দিতে পরিকল্পিতভাবে এসব করা হচ্ছে।
প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দেশের ১৫ জেলায় পাঠাগার উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। রোববার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জিয়া স্মৃতি পাঠাগার উদ্বোধন করা হয়।
মির্জা ফখরুল বলেন, পাঠাগার আন্দোলন এখন নেই। রাজনীতিকে সমৃদ্ধ করার জন্য প্রতিটি জেলায় অন্তত একটা পাঠাগার নির্মাণ করতে হবে। গর্বের সঙ্গে বলতে পারি, বিএনপি সেই দল, যারা জেলায় জেলায় পাঠাগার গড়ে তুলছে।
জিয়া স্মৃতি পাঠাগারের সভাপতি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালামের সভাপতিত্বে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ অনলাইনে যুক্ত থাকা ১৫ জেলার নেতারা অনুষ্ঠানে বক্তব্য দেন।
অনুষ্ঠানে বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী, কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল, জিয়া স্মৃতি পাঠাগারের সাধারণ সম্পাদক জহির দীপ্তি প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, ময়মনসিংহ, কুমিল্লা, মুন্সীগঞ্জ, কক্সবাজার, ঠাকুরগাঁও, মানিকগঞ্জ, ঝিনাইদহ, খাগড়াছড়ি, জয়পুরহাট, যশোর ও রাজবাড়ী জেলায় দলীয় কার্যালয়ে পাঠাগারগুলো গড়ে তোলা হয়েছে।
মন্তব্য করুন