- রাজনীতি
- সরকারের থলের বিড়াল বেরিয়ে পড়েছে: গণতন্ত্র মঞ্চ
সরকারের থলের বিড়াল বেরিয়ে পড়েছে: গণতন্ত্র মঞ্চ

গণতন্ত্র মঞ্চের রোড মার্চ। ছবি: সমকাল
সরকারের পদত্যাগ, অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নির্বাচনসহ ১৪ দফা দাবি আদায়ে দিনাজপুর অভিমুখে রোড মার্চ করছে গণতন্ত্র মঞ্চ। রোববার সকাল সাড়ে ১০টার দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে এ কর্মসূচি শুরু হয়।
এ সময় গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, ‘সরকারের থলের বিড়াল বের হয়ে পড়েছে। গায়ের জোরে থাকতে গিয়ে তারা দেশ ও জনগণকে বাজি ধরছে। এ ধরনের দায়িত্বহীন ও গণবিরোধী সরকারকে জনগণ মেনে নিতে পারে না।’ তিনি বলেন, ‘আমরা শান্তিপূর্ণভাবে রোড মার্চ শেষ করতে চাই। আশা করব, সরকার, সরকারি দল, প্রশাসন থেকে সহিংসতা, উস্কানি দেওয়া হবে না। ৭ জুন রংপুরে সমাবেশের মধ্য দিয়ে রোড মার্চ শেষ হবে। সেখান থেকে আন্দোলনের পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।’
পরে নেতাকর্মীরা মিছিল নিয়ে মৎস্য ভবন মোড়ে যান। সেখান থেকে তাঁরা ৭-৮টি মাইক্রোবাস নিয়ে রোড মার্চ শুরু করেন। রোড মার্চে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু, নাগরিক ঐক্যের শহীদুল্লাহ কায়সার, জেএসডির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কামাল উদ্দিন পাটোয়ারী, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়কারী হাসনাত কাইয়ুম প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রথম দিনে রোববার ঢাকা থেকে যাত্রা শুরু করে গাজীপুর চৌরাস্তা ও টাঙ্গাইলের করাতিপাড়া বাইপাস মোড়ে পৃথক সমাবেশ করে। কর্মসূচির দ্বিতীয় দিনে আজ সোমবার সকাল ১১টায় সিরাজগঞ্জে শহীদ মিনার সংলগ্ন মুক্তি সোপানে ও বিকেল ৪টায় বগুড়ার শিবগঞ্জের মোকামতলায় সমাবেশ হবে। এভাবে শেষ দিনে বুধবার দিনাজপুরে সকাল ১১টায় ইনস্টিটিউট চত্বর ও বিকেল ৪টায় রংপুর টাউন হল প্রাঙ্গণে সমাবেশের মাধ্যমে শেষ হবে চার দিনের রোড মার্চ।
আরএডি/
মন্তব্য করুন