- রাজনীতি
- ‘মির্জা ফখরুল খুনিদের পক্ষে কথা বলছেন’
‘মির্জা ফখরুল খুনিদের পক্ষে কথা বলছেন’
সংবাদ সম্মেলনে নিহত সাদেকের পরিবার

নরসিংদীতে ছাত্রদলের অভ্যন্তরীণ কোন্দলে নিহত সাদেকুর রহমানের পরিবারের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে এই হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি করা হয়েছে। গুলিতে নিহত দুই ছাত্রদল নেতার খুনিদের পক্ষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাফাই গাইছেন বলে অভিযোগ করেছেন তাঁরা।
সোমবার নরসিংদী প্রেস ক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন নিহত সাদেকের বড় ভাই ও হত্যা মামলার বাদী মো. আলতাফ হোসেন।
তিনি বলেন, অস্ত্র ব্যবসায়ী, ছিনতাইকারী ও হত্যা মামলার আসামিদের দিয়ে জেলা ছাত্রদলের কমিটি গঠনের পর অভ্যন্তরীণ কোন্দল সৃষ্টি হয়। এ নিয়ে মানববন্ধন, বিক্ষোভসহ আন্দোলন কর্মসূচি পালন করছিলেন জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাদেকুর রহমানসহ পদবঞ্চিত নেতাকর্মীরা। এর জেরে বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবীর খোকনের নির্দেশে ছাত্রদল নেতা সিদ্দিকুর রহমান নাহিদসহ কয়কেজন গত ২৫ মে গুলি করে সাদেকুর রহমান ও ছাত্রদল নেতা আশরাফুল ইসলামকে হত্যা করে। এ ঘটনায় খোকনসহ জড়িতদের আসামি করে থানায় মামলা হওয়ায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল নিহত ছাত্রদল নেতাদের জন্য শোক জানিয়ে বিবৃতি দেননি। তিনি মামলার আসামি খায়রুল কবীর খোকনসহ খুনিদের পক্ষ নিয়েছেন। তিনি হত্যা মামলাকে মিথ্যা আখ্যা দিয়ে ও সরকারি দলের লোক ও প্রশাসনকে দায়ী করে প্রকৃত খুনিদের আড়াল করার চেষ্টা করছেন। খোকনের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় মির্জা ফখরুল বিবৃতি দিলেও হত্যার ঘটনায় মিথ্যা বিবৃতি দিয়েছেন।
গত ২৬ জানুয়ারি জেলা ছাত্রদলের কমিটি ঘোষণার পর বিরোধ সৃষ্টি হয়। গত ২৫ মে বিকেলে নরসিংদীর চিনিশপুরে খায়রুল কবীর খোকনের বাসভবনের সামনে পদবঞ্চিত ছাত্রদল নেতারা মোটরসাইকেল শোভাযাত্রা ও বিক্ষোভ করার সময় গুলিতে নিহত হন দু’জন। এ ঘটনায় খায়রুল কবীর খোকনসহ ৩০ জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে। নিহতদের পরিবারের দাবি, খোকন এবং তাঁর স্ত্রী বিএনপির স্বনির্ভরবিষয়ক সম্পাদক শিরিন সুলতানার নির্দেশে এই হত্যাকাণ্ড হয়েছে।
সংবাদ সম্মেলনে সাদেকের মা সাহেরা বেগম, বড় ভাই ফারুক মিয়া, খবির মিয়া, বোন সেলিনা আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন